Site icon prosnouttor

ইলিয়াস তাে ভাগ্যবান পুরুষ—কারা, কেন ইলিয়াসকে ভাগ্যবান পুরুষ বলতে চায়? এই উক্তি তুমি সমর্থন কর কি না যুক্তি-সহ লেখাে

ইলিয়াসের অতিথিবৃত্বেলতার কথা স্মরণ করে তার খুব দুঃখ হলো।”—যার দুঃখের কথা বলা হয়েছে সে দুঃখ নিবারণের জন্য কী করল?

ইলিয়াসের অতিথিবৃত্বেলতার কথা স্মরণ করে তার খুব দুঃখ হলো।”—যার দুঃখের কথা বলা হয়েছে সে দুঃখ নিবারণের জন্য কী করল?

আপনার বন্ধুদের সাথে এই পোস্ট শেয়ার করতে

WBBSE Class 9 Model Activity Task Bengali | মডেল অ্যাক্টিভিটি টাস্ক Class 9 বাংলা

নিম্নলিথিত প্রশ্ন এবং তার যথাযত সমাধান বড়ো (LA) প্রশ্নের উত্তর সমাধান হিসাবে পাঠ করা যেতে পারে।

প্রশ্নোত্তর এবং সমাধান

ইলিয়াস তাে ভাগ্যবান পুরুষ—কারা, কেন ইলিয়াসকে ভাগ্যবান পুরুষ বলতে চায়? এই উক্তি তুমি সমর্থন কর কি না যুক্তি-সহ লেখাে

উত্তর: লিও তলস্তয়ের ‘ইলিয়াস’ গল্পে ইলিয়াসের আশেপাশে থাকা লােকজন তার সম্পর্কে মন্তব্যটি করেছিল| ইলিয়াসের বিয়ের পরে যখন তার বাবা মারা গিয়েছিল তখন সে না ধনী, না দরিদ্র | সাতটা ঘােটকী, দুটো গােরু আর কুড়িটা ভেড়া ছিল তার সম্পত্তি |

কিন্তু ইলিয়াসের সুপরিচালনা আর তার এবং তার স্ত্রীর কঠোর পরিশ্রমে প্রতি বছরই ইলিয়াসের অবস্থার উন্নতি হতে থাকে। পঁয়ত্রিশ বছরের পরিশ্রমে ইলিয়াস দুশাে ঘােড়া, দেড়শাে গােরু-মহিষ আর বারােশাে ভেড়ার মালিক হয়। ভাড়াটে মজুররা তার গােরু- ঘােড়ার দেখাশোনা করত |

ভাড়াটে মজুরনিরা দুধ দুইত, কুমিস-মাখন-পনির তৈরি করত। ইলিয়াসের নামডাক তখন চারপাশে ছড়িয়ে পড়েছিল। তার আশেপাশের লােকেরা তখনই হিংসায় জ্বলে গিয়ে হয়ে উধৃত মন্তব্যটি করেছিল |

ইলিয়াসের উন্নতি হয়েছিল ভাগ্যের জোরে নয়, তার পরিশ্রমের কারণে। মানুষের চেষ্টা, ইচ্ছাশক্তি আর লক্ষ্য যে তাকে সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যায়, তার সার্থক উদাহরণ ইলিয়াস| তাই ভাগ্যকে তার সাফল্যের ভিত্তি বললে এই পরিশ্রমের সাফল্যকেই ছােটো করে দেখানাে হয় ।

চন্দ্রনাথ নবম শ্রেণীর প্রশ্ন উত্তর, চন্দ্রনাথ গল্পের প্রশ্ন উত্তর

চন্দ্রনাথ গল্পের বিষয়বস্তু

সারকুলার রােডের সমাধিক্ষেত্র। গল্পকথক নরেশ সেখান থেকে চন্দ্রনাথের কথা ভাবতে ভাবতে বাড়ি ফিরল। তার অনেক কথাই মনে পড়ছে। চন্দ্রনাথ নরেশের দীর্ঘ জীবন-ইতিহাসের পৃষ্ঠায় রাত্রির মধ্য আকাশের কালপুরুষের মতাে দীপ্তিমান হয়ে আছে। দৃপ্ত ভঙ্গিতে চন্দ্রনাথ আপনার কক্ষপথে চলমান।

চন্দ্রনাথ, হীরু আর গল্পকথক নরেশ তিন সহপাঠী। আর-একজনের কথা নরেশের মনে পড়ে চন্দ্রনাথের দাদা নিশানাথবাবু। তিন সহপাঠী একটি ক্ষুদ্র গ্রামে এসে কীভাবে মিলিত হয়েছিল সে ঘটনা বিস্ময়কর।

ঘরে আলো জ্বলছে। আয়নার সামনে নরেশ বসে আছে। নিজের চিন্তাকুল প্রতিবিম্ব দেখে দেয়ালের আয়নায়। সেই অলীক ছায়া নরেশের স্মৃতিচারণে বাধা দিয়ে তাকে যেন আকর্ষণ করছে। নরেশ আলাে নিভিয়ে দেওয়ায় ঘর অন্ধকারে ডুবে যায়। অতীত অন্ধকারের মধ্যে নরেশ চন্দ্রনাথকে খোজায় কিশাের চন্দ্রনাথ নরেশের স্মৃতিচারণে হাজির হয়। তার মুখের আকৃতি অসাধারণ। প্রথমেই নজরে আসে তার মােটা নাক। যার প্রান্ত সামান্য চাঞ্চল্যে স্ফীত হয়ে ওঠে। চওড়া কপাল, বড়াে বড়াে চোখ। কপালের মাঝখানে শিরায় গড়া এক ত্রিশূল চিহ্ন। যা সামান্য উত্তেজনায় মােটা হয়ে ফুলে ওঠে।

নরেশের এ ছাড়া মনে পড়ে স্কুলের হেডমাস্টার মশাইকে। বাের্ডিং-এর সামনে চেয়ার-বেঞ্চে বসে হুঁকা হাতে চিন্তান্বিত। চন্দ্রনাথ কী বলে নরেশকে তা রেজাল্ট কী হবে তা নিয়ে কাগজে হিসাব কয়ছে। সেই হিসাবে চন্দ্রনাথ দেখেছে সে যদি সাড়ে পাঁচশোর বেশি পায়, তাহলে অমিয় ও শ্যামা দুজনে ফেল করবে। চন্দ্রনাথ তার কম পেলে দশটা ছেলে ফেল করবে, নরেশ থার্ড ডিভিশনে পাস করবে। অনুপাতের আঙ্কিক নিয়মে এরকম ফলই দাঁড়ায়। 

নরেশ যেজন্য এসেছিল তা জানাবে ভাবছিল, কিন্তু বাধা পড়ে চন্দ্রনাথের দাদার উপস্থিতিতে। তাঁর হাতে একখানা চিঠি। চিঠিখানা চন্দ্রনাথকে দেওয়া হলে তাতে চোখ বুলিয়ে বললে যে, সে সেকেন্ড প্রাইজ রিফিউজ করেছে। এটা তার মর্যাদার অবমাননা। স্কুল সেক্রেটারির ভাইপাে তার সাহায্য নিয়ে ফার্স্ট হয়েছে। তা ছাড়া স্কুলের শিক্ষক যিনি তিনিই তার প্রাইভেট টিউটর, তাই পরীক্ষার আগে প্রশ্ন বলে দিয়েছিলেন। চন্দ্রনাথ দাদার অনুরােধ প্রত্যাখ্যান করায় দু-ভাই পৃথক হয়ে যায় চন্দ্রনাথ গল্প।

নরেশ বাের্ডিং-এ এসে হেডমাস্টার মশাইকে খবরটা জানায়। মাস্টারমশাই চন্দ্রনাথের কাছে যেতে চাইলে নরেশ নিষেধ করে। দিন দুই পরে নরেশ চন্দ্রনাথের সঙ্গে ফের দেখা করে। চন্দ্রনাথ তাকে জানায় যে, হীরু এসেছিল। তার কাকা নাকি চন্দ্রনাথকে স্পেশাল প্রাইজ দিতে চান। চন্দ্রনাথ সে প্রস্তাবও অপমানজনক ভেবে প্রত্যাখ্যান করেছে। তার অভিমত হলাে, গুরুদক্ষিণার যুগ শেষ। স্কুলের সঙ্গে তার আর কোনাে সম্পর্ক নেই।

তারপর নরেশ মামার বাড়ি চলে যায়। সেখানে থাকতেই হীরুর চিঠিতে পরীক্ষার ফল জানতে পারে। চন্দ্রনাথের অনুমান অক্ষরে ফলে গেছে। দশটা ছেলে ফেল করেছে, নরেশ থার্ড ডিভিশনে, চন্দ্রনাথ পেয়েছে সাড়ে পাঁচশাের নীচে পাঁচিশাে পচিশ নম্বর। হীরু চন্দ্রনাথের অনুমানের ব্যতিক্রম। সে কলারশিপ পাবে।

চন্দ্রনাথ, চন্দ্রনাথ গল্প তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় pdf download, চন্দ্রনাথ উপন্যাস pdf

‘একে তুমি ডিগনিটি বল? তােমার অক্ষমতার অপরাধ!’-বক্তা কে? কী প্রসঙ্গে এ কথা বলেছেন? বক্তা এ কথার দ্বারা কী বােঝাতে চেয়েছেন? .

উত্তর: বক্তা হলেন চন্দ্রনাথের দাদা নিশানাথ।

 চন্দ্রনাথ স্কুলের এই পরীক্ষা ছাড়া প্রতি বছর প্রতি ক্লাসে প্রথম হয়েছে। প্রতি বছর প্রথম পুরস্কার পেয়ে এসেছে। এবারের পরীক্ষায় দ্বিতীয় হওয়ায় স্কুলের পুরস্কার বিতরণী অনুষ্ঠান বয়কট করেছে। শুধু তাই নয়, প্রধানশিক্ষক মহাশয়কে চিঠি লিখে দ্বিতীয় পুরস্কার প্রত্যাখ্যান করেছে। চন্দ্রনাথের দাদা সেকথা জানতে পারায় ভাইয়ের কাছে কারণ জানতে চান। তার প্রত্যুত্তরে চন্দ্রনাথ বলে, দ্বিতীয় পুরস্কার নেওয়া তার কাছে ‘বিনিথ মাই ডিগনিটি’ । চন্দ্রনাথের এই আচরণ নিশানাথ সমর্থন করতে পারেননি। তিনি প্রতিবাদ হিসেবে প্রশ্নোধৃত মন্তব্য করেন।

চন্দ্রনাথের এ হেন প্রত্যাখ্যান নিশানাথের ভাবনাচিন্তার বিরুদ্ধ কাজ। পরীক্ষার ফল অঙ্গীকার করা, পুরস্কার বিতরণী অনুষ্ঠান বয়কট করা, স্কুলের প্রধানশিক্ষক মহাশয়কে প্রত্যাখ্যানের চিঠি লিখে অসম্মান করা তিনি মেনে নিতে পারেননি। তা ছাড়া চন্দ্রনাথের আচার-আচরণ স্কুল পরিচালন ব্যবস্থাকে অসম্মানিত করেছে। এইসব কারণে নিশানাথ ভাইয়ের ওপর অসষ্ট ও বেশ রুষ্ট। তাই তিনি জানিয়েছেন, এটা তার ডিগনিটির প্রশ্ন নয়, পরীক্ষার ফলকে মেনে নিতে না পারা অক্ষমতার অপরাধ ।

উৎসবের বিপুল সমারােহ সেখানে কী ‘ উপলক্ষ্যে উৎসব? উৎসবের বর্ণনা প্রসঙ্গ্যে চন্দ্রনাথের প্রতিক্রিয়ার পরিচয় দাও।

উত্তর : হীরুর বাড়িতে উৎসবের বিপুল সমারােহের উপলক্ষ্য  হলাে হীরু বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় প্রথম হয়ে লারশিপ পেয়েছে। হীরুর অত বড়াে সাফল্যের সম্মানে প্রীতিভােজের বিশাল আয়ােজন।

হীরু ধনী পরিবারের সন্তান। বহু অর্থ ব্যয় করে হীরুর বাড়ি অতি মনােরম করে সাজানাে হয়েছে। শুধু টাকাই খরচ না হয়নি, শৌখিনতার প্রকাশ রয়েছে সাজসজ্জার প্রতিক্ষেত্রে বাড়ির পাশের আমের বাগান চিনা লণ্ঠন ও রঙিন কাগজের সজ্জায় সুদৃশ্য হয়ে সেজে উঠেছে। বহু বছর পরেও গল্পের কথক নরেশের স্মৃতিতে উজ্জ্বল ও প্রাণবন্ত। অবশ্য ওই সুসজ্জার কৃতিত্ব হীরুর কাকার। প্রীতিভােজের অনুষ্ঠানে গণ্যমান্য ও সম্মানীয় অনেকেই আমন্ত্রিত ছিলেন। সরকারি উচ্চপদস্থ কর্মচারী, যেমন—দুজন ডেপুটি ডিএসপি, সাব-রেজিস্টার, থানার দারােগা, তা ছাড়া গ্রামের ব্রাহ্ণ, কায়স্থ উচ্চবর্ণীয় মানুষজন ইত্যাদি।

হীরুর বাড়ির উৎসবে চন্দ্রনাথ আদৌ খুশি ছিল না। তার মনের অসন্তোষ ও বিরূপতা হীরুকে লেখা চিঠিতে কোনােরকম রাখঢ়াক রেখে প্রকাশ করেছিল। স্কলারশিপ পাওয়া এমন কিছু বড়াে সাফল্য নয় যার জন্য উৎসবের আয়ােজন। উৎসবে হীরুর আমন্ত্রণ পেয়েও উৎসবে যােগ না দিয়ে উৎসবের দিন দুপুরে সে গ্রাম ছেড়ে চলে গিয়েছিল। অবশ্য হীরুকে একটা চিঠি লিখে গিয়েছিল। সেই ছিল চন্দ্রনাথের প্রতিক্রিয়া। 

আরো অন্যান্য অতি জনপ্রিয় প্রশ্নোত্তর সম্পর্কে জানার জন্য এখানে ক্লিক করুন 

আরো বিশদে পড়ার জন্য

অল ইন ওয়ান পারুল বাংলা রেফারেন্স – ক্লাস – 9

শেখার ফলাফলের জন্য 5E মডেল.

ডাঃ উজ্জ্বল কুমার মজুমদার (লেখক)

মেঘ চোর গল্পের প্রশ্ন উত্তর

1. অনেকগুলি দেশ দাবি তুলেছে যে, (বৃষ্টিচুরি/মেঘচুরি/রোদচুরি) আইন করে বদলানো দরকার। 

উঃ মেঘচুরি।

2. দেখতে পাচ্ছি কটা (রুপোলি/তামাটে/সোনালি) রঙের পাহাড়।

উঃ সোনালি। 

3. শেষ (লৌহযুগ/তাম্রযুগ/হিমযুগ) শেষ হয়েছিল তেরো হাজার বছর আগে। 

উঃ হিমযুগ।

4.  মাত্র (পনেরো হাজার/দশ হাজার/কুড়ি হাজার) কিউবিক মাইল বৃষ্টি নিয়ে পৃথিবীর অত মানুষ জীবজন্তু, গাছপালা সব বেঁচে আছে।

উঃ পনেরো হাজার।

5. পুরন্দর চৌধুরিকে দেখতে কেমন?

উঃ পুরন্দর চৌধুরি খুব ফরসা, গোল চাঁদের মতো মুখ এবং তার চোখের মণিদুটো নীল। তার বয়েস পঞ্চাশের কাছাকাছি।

6. লেক শ্রেভার কোন্ পাহাড়ের কাছে অবস্থিত?

উঃ লেক শ্রেভার আলাস্কার মাউন্ট চেম্বারলিন পাহাড়ের কাছে অবস্থিত। 

7. পুরন্দর মানে কী? পুরন্দর কী হতে চেয়েছিলেন?

উঃ পুরন্দর হলো দেবতাদের রাজা ইন্দ্রের এক নাম। বিজ্ঞানী পুরন্দর আকাশের দেবতা ইন্দ্র হতে চেয়েছিলেন। 

8. সাহারায় অন্য দেশের মেঘ আনার দরকার নেই কেন ?

উঃ সমুদ্র থেকে খাল কেটে সাহারায় জল আনা হচ্ছে, তাই আর অন্য দেশের মেঘ আনার দরকার নেই।


আপনার বন্ধুদের সাথে এই পোস্ট শেয়ার করতে
Exit mobile version