Site icon prosnouttor

মহাদেশ কাকে বলে, মহাদেশ কয়টি, আমেরিকা মহাদেশ কে আবিষ্কার করেন, এশিয়া মহাদেশের 48 টি দেশের নাম

মহাদেশ কাকে বলে, মহাদেশ কয়টি, পৃথিবীতে কয়টি দেশ আছে, আমেরিকা মহাদেশ কে আবিষ্কার করেন, এশিয়া মহাদেশের 48 টি দেশের নাম

মহাদেশ কাকে বলে, মহাদেশ কয়টি, পৃথিবীতে কয়টি দেশ আছে, আমেরিকা মহাদেশ কে আবিষ্কার করেন, এশিয়া মহাদেশের 48 টি দেশের নাম

আপনার বন্ধুদের সাথে এই পোস্ট শেয়ার করতে

প্রশ্নপত্র

মহাদেশ কাকে বলে

পৃথিবীর সমগ্র ভূমির বৃহত্তম একককে ‘মহাদেশ’ বলা হয় । মহাদেশ হল পৃথিবীর একটি কাঠামো, যা সমুদ্রপৃষ্ঠ থেকে একটি নির্দিষ্ট উচ্চতায় উত্থিত হয় এবং এটি একটি নিয়মতান্ত্রিক প্রশস্ত ভূমি এলাকা । এটি পৃথিবীর মহাসাগর থেকে আলাদা দেখায় ।

মহাদেশীয় ম্যানগ্রোভ এবং সমুদ্রের অভ্যন্তরে প্রায় ৬০০ ফুট পর্যন্ত ম্যানগ্রোভগুলিও মহাদেশের আওতায় ধরা হয় । অন্যভাবে বললে, মহাদেশ হল পৃথিবীর একটি খুব বড় প্রশস্ত এড়িয়া, যার সীমানা স্পষ্টভাবে চিহ্নিত করা যায় । আমাদের সমগ্র পৃথিবীর ভূমি এলাকা ৭ টি মহাদেশে বিভক্ত । যা ক্রমহ্রাসমান এলাকা অনুসারে নিচে দেওয়া হল –

(1) এশিয়া 

(2) আফ্রিকা 

(3) উত্তর আমেরিকা 

(4) ডি. আমেরিকা 

(5) অ্যান্টার্কটিকা 

(6) ইউরোপ 

(7) অস্ট্রেলিয়া

মহাদেশ কয়টি, মহাদেশ কয়টি ও কি কি, সাতটি মহাদেশের নাম

পৃথিবীর সকল মহাদেশের নাম নিচে দেওয়া হল –

এশিয়া মহাদেশ

এই মহাদেশটি, পৃথিবীর মোট ভূমির প্রায় 29.8% জুড়ে রয়েছে । এশিয়া মহাদেশ হল বিশ্বের ‘সবচেয়ে বড় ‘মহাদেশ’ । এশিয়া মহাদেশের আয়তন 44,580,000 বর্গ কিলোমিটার । আয়তন এবং জনসংখ্যা উভয় দিক থেকেই এশিয়া হল পৃথিবীর বৃহত্তম মহাদেশ । এশিয়া মহাদেশে মোট ৫০ টি দেশ রয়েছে, যার মধ্যে আমাদের দেশ বাংলাদেশও অন্তর্ভুক্ত ।

এশিয়া মহাদেশের বেশীরভাগ অংশ উত্তর গোলার্ধে অবস্থিত । এর পূর্বে রয়েছে প্রশান্ত মহাসাগর, ইউরাল পর্বতমালা, কাস্পিয়ান সাগর, কৃষ্ণ সাগর এবং পশ্চিমে রয়েছে ভূমধ্যসাগর । উত্তরে রয়েছে আর্কটিক মহাসাগর এবং দক্ষিণে ভারত মহাসাগর অবস্থিত ।সুয়েজ খাল এবং লোহিত সাগর, এশিয়া মহাদেশকে আফ্রিকা মহাদেশ থেকে আলাদা করেছে । বেরিং প্রণালী এশিয়াকে উত্তর আমেরিকা থেকে আলাদা করেছে ।  পৃথিবীর বৃহত্তম উপদ্বীপ হল আরব উপদ্বীপ । এটিও এশিয়া মহাদেশেই অবস্থিত ।

এশিয়া মহাদেশ সম্পর্কে কিছু মজার তথ্য:-

আফ্রিকা মহাদেশ

আফ্রিকা হল বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মহাদেশ, এই মহাদেশটি পৃথিবীর মোট ভূমি এলাকার 20.3% দখল করে রয়েছে । আফ্রিকা মহাদেশের আয়তন 30,370,000 বর্গ কিলোমিটার । এই মহাদেশে খনিজ সম্পদের প্রচুর সম্ভাবনা থাকায় এটিকে বলা হয় – ‘সম্ভাবনার মহাদেশ’ । এছাড়াও একে ‘অন্ধকার মহাদেশও’ বলা হয়ে থাকে । আফ্রিকাই হল একমাত্র মহাদেশ, যেটির মধ্য দিয়ে তিনটি রেখা (নিরক্ষরেখা, কর্কটক্রান্তি এবং মকরক্রান্তি) অতিক্রম করেছে । 

এই মহাদেশের পূর্বে রয়েছে ভারত মহাসাগর এবং পশ্চিমে আটলান্টিক মহাসাগর । জিব্রাল্টার প্রণালী এটিকে ইউরোপ মহাদেশ থেকে পৃথক করেছে । পৃথিবীর দীর্ঘতম নদী নীল নদ আফ্রিকা মহাদেশে অবস্থিত । এটি ভিক্টোরিয়া হ্রদ থেকে সৃষ্টি হয়ে ভূমধ্যসাগরে পড়েছে । বিশ্বের বৃহত্তম মরুভূমি সাহারা মরুভুমি এই মহাদেশে অবস্থিত ।

আফ্রিকা মহাদেশ সম্পর্কে কিছু মজার তথ্য

উত্তর আমেরিকা

উত্তর আমেরিকা হল বিশ্বের তৃতীয় বৃহত্তম মহাদেশ, এই মহাদেশটি পৃথিবীর মোট ভূমির প্রায় 16.2% দখল করে রয়েছে । এই মহাদেশটি এশিয়ার প্রায় অর্ধেক এবং ইউরোপ মহাদেশের প্রায় দ্বিগুণ । উত্তর আমেরিকা মহাদেশের আয়তন 24,710,000 বর্গ কিলোমিটার । এখানে প্রচুর পরিমাণে সোনা, রূপা, লোহা ও পেট্রোলিয়াম পাওয়া যায় । উত্তর আমেরিকা 1942 খ্রিস্টাব্দে “কলম্বাস” দ্বারা আবিষ্কৃত হয় । তাই একে নতুন পৃথিবীও বলা হয়ে থাকে । আমেরিকা নামকরন হয়েছে ‘আমেরিগো উইসপুচি’ নামের দুঃসাহসী ভ্রমণকারীর নামে ।

এর দক্ষিণ সাইডে অনেকগুলো দ্বীপ রয়েছে, যা ওয়েস্টার্ন আর্কিপেলাগো বা ওয়েস্ট ইন্ডিজ নামে পরিচিত । উত্তর আমেরিকা, মধ্য আমেরিকা এবং ক্যারিবিয়ান অঞ্চলে মোট ২৯ টি দেশ রয়েছে । ১০০ ডিগ্রি পশ্চিম দ্রাঘিমাংশ রেখাটি উত্তর আমেরিকার মধ্য দিয়ে যায় । 

পানামা খাল উত্তর আমেরিকা মহাদেশকে দক্ষিণ আমেরিকা মহাদেশ থেকে পৃথক করেছে । পানামা খালের মাধ্যমে, আন্দিজ এবং প্রশান্ত মহাসাগরের মধ্যে জাহাজ চলাচলে অনেক সুবিধা হয় । উত্তর আমেরিকার আদিবাসীদের মধ্যে রয়েছে রেড ইন্ডিয়ান, ইনুইট, এস্কিমো । এর মধ্যে এস্কিমোদের বাড়ি বরফ দিয়ে তৈরি এবং এগুলোকে ইগলু বলে । স্লেজ কার্ট টানার জন্য তারা রেইনডিয়ার কুকুর ইউজ করে । সীল মাছের চামড়া এবং হাড় থেকে কায়াক নামক এক ধরনের নৌকা তৈরি করে ।

উত্তর আমেরিকা সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিচে দেওয়া হল-

আরও পড়ুনঃ

দক্ষিণ আমেরিকা 

দক্ষিন আমেরিকা হল পৃথিবীর চতুর্থ বৃহত্তম মহাদেশ, এই মহাদেশটি পৃথিবীর মোট ভূমি এলাকার 11.9% দখল করে আছে । এটি ইউরোপের তুলনায় প্রায় দ্বিগুণ বড় । দক্ষিণ আমেরিকা মহাদেশের আয়তন 17,840,000 বর্গ কিলোমিটার ।  পাখিদের বৈচিত্র্যের কারণে এই মহাদেশ “পাখির মহাদেশ” নামেও পরিচিত ।

এটি প্রশান্ত মহাসাগর এবং আটলান্টিক মহাসাগরের মধ্যে অবস্থিত । পানামা প্রণালী এই মহাদেশকে উত্তর আমেরিকা মহাদেশ থেকে পৃথক করেছে । টেরাদেল ফ্লুগো দ্বীপটি এই মহাদেশের দক্ষিণে অবস্থিত । দ্বীপটি দক্ষিণ আমেরিকার মূল ভূখণ্ড থেকে ম্যাগেলান প্রণালী দ্বারা বিচ্ছিন্ন । হর্ন হেডল্যান্ড হল এই মহাদেশের দক্ষিণতম বিন্দু । ব্রাজিল হল এই মহাদেশের বৃহত্তম দেশ ।ইকুয়েডর এবং চিলি ছাড়া মহাদেশের অন্য সব দেশের সাথে ব্রাজিল তার আন্তর্জাতিক সীমানা ভাগ করে নিয়েছে । এই মহাদেশের তিনটি দেশ, কলম্বিয়া, ব্রাজিল এবং ইকুয়েডর নিরক্ষরেখায় অবস্থিত । পেরু-বোবিভিয়া সীমান্তে অবস্থিত টিটিকাকা হ্রদটি বিশ্বের সর্বোচ্চ নৌযানযোগ্য হ্রদ । এটি বলিভিয়া মালভূমিতে অবস্থিত । নিষ্কাশন অঞ্চলের দিক থেকে বিশ্বের বৃহত্তম নদী, আমাজন এই মহাদেশেই প্রবাহিত হয় । আমাজন নদী ব্রাজিল, পেরু, কলম্বিয়া, ইকুয়েডর, বলিভিয়া, ভেনিজুয়েলার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে ।

দক্ষিণ আমেরিকা মহাদেশ সম্পর্কে কিছু মজার তথ্য

অ্যান্টার্কটিকা  মহাদেশ

অ্যান্টার্কটিকা মহাদেশ বিশ্বের পঞ্চম বৃহত্তম মহাদেশ । এই মহাদেশটি পৃথিবীর মোট ভূমি এলাকার 9.4% দখল করে আছে । এই মহাদেশের আয়তন 14,000,000 বর্গ কিলোমিটার ।  এই মহাদেশ সব সময় তুষার দ্বারা ঢাকা থাকে, তাই একে ‘বরফের’ মহাদেশ বলা হয় । সম্পূর্ণ তুষারে ঢাকা থাকার কারণে একে সাদা মহাদেশ বলা হয়ে থাকে । এই মহাদেশ আবিষ্কারের প্রথম প্রচেষ্টা করেছিলেন ইংরেজ ন্যাভিগেটর জেমস কুক, কিন্তু তিনি এর মূল ভূখণ্ডে পৌঁছাতে সক্ষম হননি । এই মহাদেশের মূল ভূখণ্ড আবিষ্কারের কৃতিত্ব দেয়া হয় ফ্যাবিয়ান ওয়েলিং শাউসেনকে । ১৮২০ খ্রিস্টাব্দে ভোস্টক নামক একটি জাহাজে করে তিনি প্রথম অ্যান্টার্কটিকা মহাদেশে পৌঁছেছিলেন । এই মহাদেশে প্রধানত দুই ধরনের প্রাণী (পেঙ্গুইন, কিল) পাওয়া যায় । এটি সম্পূর্ণভাবে দক্ষিন গোলার্ধে অবস্থিত ।

 অ্যান্টার্কটিকা সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিচে দেওয়া হল-

ইউরোপ মহাদেশ

ইউরোপ মহাদেশ হল বিশ্বের ষষ্ঠ বৃহত্তম মহাদেশ । এই মহাদেশটি পৃথিবীর মোট ভূমির 6.7% অংশ জুড়ে রয়েছে । ইউরোপ মহাদেশের আয়তন 10,180,000 বর্গ কিলোমিটার । এটি ভৌগোলিকভাবে (ভৌত) এশিয়ার একমাত্র অংশ, কিন্তু কিছু রাজনৈতিক ও অর্থনৈতিক কারণে এটি একটি পৃথক মহাদেশে পরিণত হয়েছে । এই মহাদেশের পূর্বে রয়েছে উরাল পর্বতমালা এবং ককেশাস পর্বতমালা । এটি লোহা, কয়লা এবং পেট্রোলিয়াম সমৃদ্ধ একটি এলাকা । একে উপদ্বীপের উপদ্বীপ বা ইউরেশিয়ার উপদ্বীপ বলা হয় । ইউরোপ ও এশিয়ার সম্মিলিত ভূভাগকে ইউরেশিয়া বলা হয় । 

ইউরোপ সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিচে দেওয়া হল-

অস্ট্রেলিয়া মহাদেশ

অস্ট্রেলিয়া মহাদেশ হল পৃথিবীর ক্ষুদ্রতম মহাদেশ । এই মহাদেশটি মোট ভূমির 5.7% অংশ জুড়ে রয়েছে । অস্ট্রেলিয়া মহাদেশের আয়তন 8,600,000 বর্গ কিলোমিটার । এটি এশিয়ার দক্ষিন পূর্বে অবস্থিত । মকর রাশির গ্রীষ্মমন্ডল, এই মহাদেশকে দুটি সমান ভাগে বিভক্ত করেছে । এই মহাদেশকে ‘গোল্ডেন ফ্লিসের দেশ’ এবং ‘ক্যাঙ্গারুর দেশ’ বলা হয় । “ইয়র্ক পেনিনসুলা” কে “ইন্ডিয়া অফ অস্ট্রেলিয়া” বলা হয় ।

1770 খ্রিস্টাব্দে জেমস কুক অস্ট্রেলিয়া মহাদেশ আবিষ্কার করেন । এই মহাদেশটি সম্পূর্ণভাবে দক্ষিণ গোলার্ধে অবস্থিত । এই মহাদেশের আয়তনে মোট ২৩ টি দেশ রয়েছে । এখানকার আদি বাসিন্দাদের বলা হয় আদিবাসী । টরেস প্রণালী নিউ গিনিকে অস্ট্রেলিয়া থেকে পৃথক করেছে ।

অস্ট্রেলিয়া সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিচে দেওয়া হল-

আরো পড়তে: মহাসাগর কাকে বলে, মহাসাগর কয়টি ও কি কি, 7 টি মহাসাগরের নাম

এশিয়া মহাদেশের 48 টি দেশের নাম, এশিয়া মহাদেশের দেশগুলোর নাম, এশিয়া মহাদেশের দেশ কয়টি, এশিয়া মহাদেশে কয়টি দেশ আছে

এশিয়া পৃথিবীর সবচেয়ে বড় ও সবচেয়ে জনবহুল মহাদেশ, প্রাথমিকভাবে পূর্ব ও উত্তর গোলার্ধে অবস্থিত। এটি ভূপৃষ্ঠের ৮.৭% ও স্থলভাগের ৩০% অংশ জুড়ে অবস্থিত। আনুমানিক ৪৩০ কোটি মানুষ নিয়ে এশিয়াতে বিশ্বের ৬০%-এরও বেশি মানুষ বসবাস করেন। অধিকাংশ বিশ্বের মত, আধুনিক যুগে এশিয়ার বৃদ্ধির হার উচ্চ। উদাহরণস্বরূপ, বিংশ শতাব্দীর সময়, এশিয়ার জনসংখ্যা প্রায় চারগুণ বেড়ে গেছে, বিশ্ব জনসংখ্যার মত।

এশিয়ার সীমানা সাংস্কৃতিকভাবে নির্ধারিত হয়, যেহেতু ইউরোপের সাথে এর কোনো স্পষ্ট ভৌগোলিক বিচ্ছিন্নতা নেই, যা এক অবিচ্ছিন্ন ভূখণ্ডের গঠন যাকে একসঙ্গে ইউরেশিয়া বলা হয়। এশিয়ার সবচেয়ে সাধারণভাবে স্বীকৃত সীমানা হলো সুয়েজ খাল, ইউরাল নদী, এবং ইউরাল পর্বতমালার পূর্বে, এবং ককেশাস পর্বতমালা এবং কাস্পিয়ান ও কৃষ্ণ সাগরের দক্ষিণে। এটা পূর্ব দিকে প্রশান্ত মহাসাগর, দক্ষিণে ভারত মহাসাগর এবং উত্তরে উত্তর মহাসাগর দ্বারা বেষ্টিত। ইউরাল পর্বতমালা, ইউরাল নদী, কাস্পিয়ান সাগর, কৃষ্ণ সাগর এবং ভূমধ্যসাগর দ্বারা এশিয়া ও ইউরোপ মহাদেশ দুটি পরস্পর হতে বিচ্ছিন্ন।

এছাড়া লোহিত সাগর ও সুয়েজ খাল এশিয়া মহাদেশকে আফ্রিকা থেকে বিচ্ছিন্ন করেছে এবং উত্তর-পূর্বে অবস্থিত সংকীর্ণ বেরিং প্রণালী একে উত্তর আমেরিকা মহাদেশ থেকে পৃথক করেছে। উল্লেখ্য, বেরিং প্রণালীর একদিকে অবস্থান করছে এশিয়া মহাদেশের অন্তর্গত রাশিয়ার উলেনা এবং অপর পাশে উত্তর আমেরিকা মহাদেশের অন্তর্গত মার্কিন যুক্তরাষ্ট্রের আলাস্কা। এই প্রণালীটির সংকীর্ণতম অংশটি মাত্র ৮২ কি.মি. চওড়া, অর্থাৎ বেরিং প্রণালীর এই অংশ হতে উত্তর আমেরিকা মহাদেশের দূরত্ব মাত্র ৮২ কি.মি.।

এর আকার এবং বৈচিত্র্যের দ্বারা, এশিয়ার ধারণা – একটি নাম ধ্রুপদি সভ্যতায় পাওয়া যায় – আসলে ভৌত ভূগোলের চেয়ে মানবীয় ভূগোলের সাথে আরো বেশি সম্পর্কিত। এশিয়ার অঞ্চল জুড়ে জাতিগোষ্ঠী, সংস্কৃতি, পরিবেশ, অর্থনীতি, ঐতিহাসিক বন্ধন এবং সরকার ব্যবস্থার মাঝে ব্যাপকভাবে পার্থক্য পরিলক্ষিত হয়।

অঞ্চল ভিত্তিক এশিয়ার দেশসমূহ:-

দেশরাজধানীঅবস্থান
আফগানিস্তানকাবুলদক্ষিণ এশিয়া
আজারবাইজানবাকুপশ্চিম এশিয়া
বাহরাইনমানামাপশ্চিম এশিয়া
বাংলাদেশঢাকাদক্ষিণ এশিয়া
ভুটানথিম্পুদক্ষিণ এশিয়া
ব্রুনেইবন্দর সেরি বেগাওয়ানদক্ষিণ-পূর্ব এশিয়া
কম্বোডিয়াপ্‌নম পেনদক্ষিণ-পূর্ব এশিয়া
চীনবেইজিংপূর্ব এশিয়া
পূর্ব তিমুরদিলিদক্ষিণ-পূর্ব এশিয়া
ভারতদিল্লিদক্ষিণ এশিয়া
ইন্দোনেশিয়াজাকার্তাদক্ষিণ-পূর্ব এশিয়া
ইরাকবাগদাদপশ্চিম এশিয়া
ইরানতেহরানপশ্চিম এশিয়া
ইসরায়েলজেরুজালেমপশ্চিম এশিয়া
জাপানটোকিওপূর্ব এশিয়া
জর্দানআম্মানপশ্চিম এশিয়া
কাজাখস্তানআস্তানামধ্য এশিয়া
উত্তর কোরিয়াপিয়ংইয়ংপূর্ব এশিয়া
দক্ষিণ কোরিয়াসিওলপূর্ব এশিয়া
কুয়েতকুয়েত সিটিপশ্চিম এশিয়া
কিরগিজিস্তানবিশকেকমধ্য এশিয়া
লাওসভিয়েনতিয়েনদক্ষিণ-পূর্ব এশিয়া
লেবাননবৈরুতপশ্চিম এশিয়া
মায়ানমারইয়াঙ্গুনদক্ষিণ-পূর্ব এশিয়া
মালয়েশিয়াকুয়ালালামপুরদক্ষিণ-পূর্ব এশিয়া
মালদ্বীপমালেদক্ষিণ এশিয়া
মঙ্গোলিয়াউলানবাটোরপূর্ব এশিয়া
নেপালকাঠমান্ডুদক্ষিণ এশিয়া
ওমানমাস্কটপশ্চিম এশিয়া
পাকিস্তানইসলামাবাদদক্ষিণ এশিয়া
ফিলিপাইনম্যানিলাদক্ষিণ-পূর্ব এশিয়া
কাতারদোহাপশ্চিম এশিয়া
সৌদি আরবরিয়াদপশ্চিম এশিয়া
সিঙ্গাপুরসিঙ্গাপুরদক্ষিণ-পূর্ব এশিয়া
থাইল্যান্ডব্যাংককদক্ষিণ-পূর্ব এশিয়া
ভিয়েতনামহ্যানয়দক্ষিণ-পূর্ব এশিয়া
শ্রীলঙ্কাকলম্বোদক্ষিণ এশিয়া
সিরিয়াদামেস্কপশ্চিম এশিয়া
তুরস্কআঙ্কারাপশ্চিম এশিয়া
তাজিকিস্তানদুশানবেমধ্য এশিয়া
তুর্কমেনিস্তানআশগাবাতমধ্য এশিয়া
সংযুক্ত আরব আমিরাতআবুধাবিপশ্চিম এশিয়া
উজবেকিস্তানতাশখন্দমধ্য এশিয়া
ইয়েমেনসানাপশ্চিম এশিয়া
এশিয়া মহাদেশের দেশ

এশিয়া মহাদেশের মানচিত্র

ইউরোপ মহাদেশের দেশগুলোর নাম

ইউরোপ একটি মহাদেশ যা বৃহত্তর ইউরেশিয়া মহাদেশীয় ভূখণ্ডের পশ্চিমের উপদ্বীপটি নিয়ে গঠিত। সাধারণভাবে ইউরাল ও ককেশাস পর্বতমালা, ইউরাল নদী, কাস্পিয়ান এবং কৃষ্ণ সাগর-এর জলবিভাজিকা এবং কৃষ্ণ ও এজিয়ান সাগর সংযোগকারী জলপথ ইউরোপকে এশিয়া মহাদেশ থেকে পৃথক করেছে।ইউরোপের আয়তন ১০,১৮০,০০০ বর্গকিলোমিটার এবং জনসংখ্যা ৭৪৬.৪ মিলিয়ন। ইউরোপের ৫০টি স্বাধীন দেশ রয়েছে, এই ইউরোপ মহাদেশের দেশগুলোর নাম নিচে আলোচনা করা হয়েছে।

ইউরোপ মহাদেশে মোট ৫০টি দেশ রয়েছে। এর মধ্যে ৩০টি ইউরোপীয় ইউনিয়নের সদস্য।

ক্রমিক নংদেশরাজধানীমুদ্রা
1আজারবাইজানবাকুমানাত
2আলবেনিয়াতিরানলেক
3অ্যান্ডোরাঅ্যান্ডোরা লা ভেল্লাইউরো
4অস্ট্রিয়াভিয়েনাইউরো
5বেলারুশমিনস্কবেলারুশিয়ান রুবল
6বেলজিয়ামব্রাসেলসইউরো
7বসনিয়া ও হার্জেগোভিনাসারাজেভোমার্কেন
8বুলগেরিয়াসোফিলেভ
9ক্রোয়েশিয়াজাগ্রেবকুনা
10সাইপ্রাসনিকোসিয়াইউরো
11চেক প্রজাতন্ত্রপ্রাগকোরুনা
12ডেনমার্ককোপেনহেগেনক্রোন
13এস্তোনিয়াতালিনইউরো
14ফিনল্যান্ডহেলসিঙ্কিইউরো
15ফ্রান্সপ্যারিসইউরো
16জর্জিয়াতিবিলিসিলারি
17জার্মানিবার্লিনইউরো
18গ্রীসএথেন্সইউরো
19হাঙ্গেরিবুদাপেস্টফোরিন্ট
20আইসল্যান্ডরেইকিয়াভিকআইসল্যান্ডিক ক্রোনা
21আয়ারল্যান্ডডাবলিইউরো
22ইতালিরোমইউরো
23লাটভিয়ারিগাইউরো
24লিথুয়ানিয়াভিলনিয়াসইউরো
25লিচেনস্টেইনভ্যাদুজসুইস ফ্রাঙ্ক
26লুক্সেমবার্গলুক্সেমবার্গইউরো
27মলদোভাকিয়েশিনাউলেও
28মাল্টাভ্যাললেটাইউরো
29মন্টিনিগ্রোপডগোরিৎসাইউরো
30নেদারল্যান্ডসআমস্টারডামইউরো
31উত্তর মেসিডোনিয়াস্কোপ্জেডিনার
32নরওয়েঅসলোক্রোন
33পোল্যান্ডওয়ারসজালোটী
34পর্তুগাললিসবনইউরো
35রোমানিয়াবুখারেস্টলেউ
36রাশিয়ামস্কোরুবল
37সার্বিয়ারবেলগ্রেডদিনার
38স্লোভাকিয়াব্রাতিস্লাভাইউরো
39স্লোভেনিয়ালিউব্লজানইউরো
40স্পেনমাদ্রিদইউরো
41সুইডেনস্টকহোমক্রোনা
42সুইজারল্যান্ডবার্নসুইস ফ্রাঙ্ক
43ইউক্রেনকিয়েভhryvnia
ইউরোপ মহাদেশের দেশগুলোর নাম

আমেরিকা মহাদেশ কে আবিষ্কার করেন

আমেরিকা মূল ভূখণ্ড আবিষ্কার করেন আমেরিগো ভেস্পুচি।তার নামে আমেরিকার নাম। কলম্বাস ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে উপস্থিত হন।মূল ভূখণ্ডে নয়।

ক্রিস্টোফার কলম্বাস ১৪৯২ সালে আমেরিকা মহাদেশে আবিষ্কার করেন। কিন্তু আসলে, আমেরিকা মহাদেশের মূল ভূখণ্ডের আদিবাসীরা হাজার হাজার বছর ধরে সেখানে বসবাস করছিল। কলম্বাসের আগেও, ভাইকিংরা ১০ম শতাব্দীতে আমেরিকা মহাদেশের মূল ভূখণ্ড আবিষ্কার করেছিল বলে মনে করা হয়।

ক্রিস্টোফার কলম্বাস ছিলেন একজন ইতালীয় নাবিক। তিনি বিশ্বাস করতেন যে আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে পশ্চিমে গেলে ভারতে পৌঁছানো যাবে। ১৪৯২ সালে, তিনি স্পেনের রাজা ও রাণীর অনুমতি নিয়ে তিনটি জাহাজ নিয়ে আটলান্টিক মহাসাগর পাড়ি দেন। তিনি ক্যারিবিয়ান সাগরে পৌঁছান এবং কিউবা, হাইতি এবং বাহাম দ্বীপপুঞ্জ আবিষ্কার করেন। তিনি মনে করেছিলেন যে তিনি ভারতে পৌঁছেছেন, কিন্তু তিনি আসলে নতুন একটি মহাদেশ আবিষ্কার করেছিলেন।

কলম্বাসের আবিষ্কার ইউরোপীয়দের জন্য একটি গুরুত্বপূর্ণ ঘটনা ছিল। এটি বিশ্বের মানচিত্রকে পরিবর্তন করে দিয়েছিল এবং ইউরোপীয়রা আমেরিকা মহাদেশের উপনিবেশ স্থাপনের পথ খুঁজে পেয়েছিল।

উত্তর আমেরিকা মহাদেশের দেশগুলোর নাম

উত্তর আমেরিকা মহাদেশ উত্তর মহাসাগর, আটলান্টিক মহাসাগর এবং প্রশান্ত মহাসাগর দ্বারা বেস্টিত।

উত্তর আমেরিকা মহাদেশে ২৭ টি দেশ আছে। যথাঃ –

ওশেনিয়া মহাদেশ কয়টি দেশ আছে

ওশেনিয়া মহাদেশকে চারটি প্রধান অঞ্চলে বিভক্ত করা হয়। এই মহাদেশটি প্যাসিফিক বা প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল জুড়ে অবস্থিত। পাঁচটি অঞ্চল গুলো হলো:-

১. মেলানেশিয়া
2. মাইক্রোনেশিয়া
3. পলিনেশিয়া
4. অস্ট্রেলিয়া
5. নিউজিল্যান্ড

নিচে এই অঞ্চল গুলো সম্পর্কে আলোচনা করা হলো।

মেলানেশিয়া

মেলানেশিয়া অর্থ হল কৃষ্ণবর্ণের দ্বীপ। এখন আধিবাসীরা সাধারণত কৃষ্ণবর্ণের হয়ে থাকে। এই অঞ্চলে দ্বিতীয় সর্বাধিক দেশ পাওয়া যায় ওশেনিয়ার অন্যসব অঞ্চল থেকে। এখানে স্বাধীন দেশেত সংখ্যা মোট চারটি।

১. পাপুয়া নিউগিনি
2. সোলোমন দ্বীপপুঞ্জ
3. ফিজি
4. ভানুয়াতু

পাপুয়া নিউগিনি পাপুয়ায় দ্বীপে অবস্থিত।পাপুয়া নিউ গিনির রাজধানী হলো পোর্ট মরেসবি (Port Moresby)। সোলোমন দ্বীপপুঞ্জের রাজধানী হলো হমিনার। ফিজির রাজধানী হলো সুভা (Suva)।ভানুয়াতুর রাজধানী হলো পোর্ট ভিলা।

মাইক্রোনেশিয়া

মাইক্রোনেশিয়া তে সবচেয়ে বেশি দেশ রয়েছে। এর দেশ সংখ্যা পাঁচটি। যথা ঃ

১. নাউরু
2. ফেডারেল স্টেট অব মাইক্রোনেশিয়া
3. মার্শাল আইল্যান্ডস
4. কিরিবাতি
5. পালাউ

নাউরুর রাজধানীর নাম হলো ইয়ারেন ( Yaren)।ফেডারেলব স্টেটস অব মার্শাল আইল্যান্ডের রাজধানীর নাম পালিকিয়া।মার্শাল আইল্যান্ডের রাজধানী হলো Delep-Ulig-Djerrit. কিরিবাতির রাজধানীর নাম হলো তারাওয়া। পালাউ এর রাজধানী হলো Ngerulmul.

পলিনেশিয়া

পলিনেশিয়া অঞ্চলের দেশ সংখ্যা হলো তিনটি। যথাঃ

১. টঙ্গা
2. ট্যুভালু
3. সামোয়া

টোঙ্গার রাজধানীর নাম হলো নুকুলোটা।ট্যুভালুর রাজধানীর নাম হলো ফুনাফুতি আর সামোয়ার রাজধানীর হলো বিখ্যাত শহর আপিয়া।

এরপর অস্ট্রোলিয়া অঞ্চলে রয়েছে অস্ট্রেলিয়া দেশ ও কয়েকটি দ্বীপ। অস্ট্রেলিয়ার রাজধানীর নাম হলো ক্যানবেরা।

নিউজিল্যান্ড অঞ্চল জিল্যান্ডিয়া তে অবস্থিত। আর নিউজিল্যান্ড একটু দ্বীপরাষ্ট্র এর রাজধানী ওয়েলিঙটন

রাশিয়া কোন মহাদেশে অবস্থিত

আসলে রাশিয়ার ৭৭% অংশ এশিয়া মহাদেশের মধ্যে পড়ে বাকি ২৩% অংশ ইউরোপের অন্তর্গত । ইউরাল পর্বত ই রাশিয়া কে এশিয়া ও ইউরোপ এর মধ্যে ভাগ করে দিয়েছে।

কিন্তু তবুও রাশিয়ার রাজধানী মস্কো যেহেতু ইউরোপের অবস্থিত এবং রাশিয়ার বেশিরভাগ মানুষ ইউরোপিয়ান কালচারের দেখা যায়, সেহেতু রাশিয়াকে ইউরোপ মহাদেশের অন্তর্গত বলা হয়।

এটি ভৌগোলিকভাবে, রাশিয়া দুটি ভাগে বিভক্ত – ইউরোপীয় রাশিয়া এবং এর এশিয়ান অংশ। এটি 16টি দেশের সাথে স্থল সীমানা ভাগ করে, বিশ্বের যেকোনো দেশের মধ্যে সবচেয়ে বেশি।

কাতার কোন মহাদেশে অবস্থিত

কাতার এশিয়া মহাদেশে অবস্থিত। কাতার আরব উপদ্বীপের পূর্ব উপকূল থেকে উত্তর দিকে প্রসারিত উপদ্বীপে অবস্থিত। কাতার আরব উপদ্বীপের মত একটি শুষ্ক ও উত্তপ্ত মরু এলাকা। কাতারে প্রাণী ও উদ্ভিদের সংখ্যাও যৎসামান্য এবং ভূপৃষ্ঠস্থ কোন জলাশয় নেই। কাতারের বেশির ভাগ লোক শহরে বসবাস করে। কাতরের রাজধানীর নাম হলো দোহা। কাতারে খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাসের বড় মজুদ আছে। এই প্রাকৃতিক সম্পদের কারণে কাতার অর্থনীতি অত্যন্ত সমৃদ্ধ। কাতারের বর্তমানে মাথাপিছু আয়ের হিসেবে বিশ্বের সবচেয়ে ধনী দেশগুলো মধ্যে একটি।

মরক্কো কোন মহাদেশে অবস্থিত

মরক্কো আফ্রিকা মহাদেশে অবস্থিত। মরক্কো উত্তর আফ্রিকার একটি মুসলিম(৯৯.৬%) দেশ। রাজধানী রাবাত যা ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যের অংশ। ভাষা- আরবি ও বারবার। মুদ্রা- দিরহাম।

আফ্রিকাকে কেন অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয়, অন্ধকারাচ্ছন্ন মহাদেশ কাকে বলা হয়

পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাদেশ হলো আফ্রিকা মহাদেশ। এক সময় এ মহাদেশ সম্পর্কে মানুষের তেমন কোন ধারণা ছিল না। কেউ জানতো না আফ্রিকা সম্পর্কে। তখন সভ্যতার আলো সেখানে পৌঁছায় নি। মোটকথা, তখনকার যুগে আফ্রিকা বিশ্ব থেকে বিচ্ছিন্ন ছিল।

আফ্রিকাকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয় কারণ, আফ্রিকা ইউরোপিয়ানদের কাছে অনেক যুগ ধরে অনাবিষ্কৃত ছিলো এবং আফ্রিকার অন্তস্থলের বেশীরভাগ অঞ্চল অত্যন্ত দুর্গম প্রাকৃতিক পরিবেশের জন্য আরও অনেককাল অধরাই থেকে যায়। সেই জন্য আফ্রিকাকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলে অভিহিত করা হয়ে থাকে।

কিন্তু আজ আর সেই অবস্থা নেই। এখন সবাই আফ্রিকাকে চেনে এবং জানে। এ কারণে ভৌগোলিকভাবে আফ্রিকা আজ সবার কাছে পরিচিত।

আরো অন্যান্য সরকারি স্কিম সম্পর্কে জানার জন্য এখানে ক্লিক করুন 

FAQ | মহাদেশ

Q1. পৃথিবীর বৃহত্তম মহাদেশের নাম কি

Ans – পৃথিবীর বৃহত্তম মহাদেশ এশিয়া। এশিয়া পৃথিবীর সর্বাধিক জনসংখ্যার মহাদেশ এবং এখানে বিভিন্ন ধর্ম, ভাষা, সাংস্কৃতিক পর্ব উপস্থিত। এশিয়া প্রায় ৫৫ দেশে বিভক্ত আছে এবং এখানে বিভিন্ন ধর্মের অনূয়ায়ী বিশাল ধার্মিক বৈচিত্র্য রয়েছে।

Q2. অস্ট্রেলিয়া কোন মহাদেশে অবস্থিত

Ans – অস্ট্রেলিয়া বা কমন‌ওয়েলথ অফ অস্ট্রেলিয়া হলো ওশেনিয়া মহাদেশের একটি সার্বভৌম রাষ্ট্র।

Q3. এশিয়া মহাদেশের সবচেয়ে ধনী দেশ কোনটি

Ans – এশিয়া মহাদেশের সবচেয়ে ধনী দেশ হল কাতার। ২০২৩ সালের তথ্য অনুযায়ী, কাতারের মাথাপিছু ক্রয়ক্ষমতার সমতা (PPP) ভিত্তিতে জিডিপি হল ১.২২ লাখ মার্কিন ডলার। দ্বিতীয় স্থানে রয়েছে ম্যাকাও, যার মাথাপিছু জিডিপি ৮৯ হাজার মার্কিন ডলার। তৃতীয় স্থানে রয়েছে সিঙ্গাপুর, যার মাথাপিছু জিডিপি ৯৭ হাজার ৫৭ মার্কিন ডলার।
কাতারের অর্থনীতির মূল ভিত্তি হল তেল ও গ্যাস। এছাড়াও, পর্যটন ও আর্থিক খাতেও দেশটি বেশ সফল।

Q4. কোন মহাদেশে ভূমিরূপ পরিবর্তনে নদীর ভূমিকা নেই

Ans – অ্যান্টার্কটিকা মহাদেশে ভূমিরূপ পরিবর্তনে নদীর ভূমিকা নেই।

Q5. ভারত এশিয়া মহাদেশের কোন দিকে অবস্থিত

Ans – ভারত এশিয়া মহাদেশের দক্ষিণে অবস্থিত।

Q6. পৃথিবীর বৃহত্তম মহাদেশীয় হিমবাহের নাম কি

Ans – পৃথিবীর বৃহত্তম মহাদেশীয় হিমবাহের নাম হল ল্যাম্বার্ট।

Q7. আমাজন নদী কোন মহাদেশে অবস্থিত

Ans – আমাজন নদী দক্ষিণ আমেরিকায় অবস্থিত এবং এটি পৃথিবীর দ্বিতীয় দীর্ঘতম নদী।

Q8. সাহারা মরুভূমি কোন মহাদেশে অবস্থিত

Ans – সাহারা মরুভূমি পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মরুভূমি। এই মরুভূমি আফ্রিকা মহাদেশে অবস্থিত।

Q9. হ্মুদ্রতম মহাদেশ কোনটি?

Ans – ওশেনিয়া বিশ্বের ক্ষুদ্রতম মহাদেশ | ওশেনিয়া মহাদেশের স্বাধীন দেশ ১৪ |ওশেনিয়া মহাদেশ এর আয়তন ৮১ লাখ ১২ হাজার বর্গ কিমি |
প্রশান্ত মহাসাগরের মধ্যভাগ ও দক্ষিণাংশের দ্বীপসমূহকে একত্রে ওশেনিয়া বলা হয়। তিনটি ভাগে ভাগ করা হয়েছে এই অঞ্চলকে – মেলানেশিয়া, মাইক্রোনেশিয়া এবং পলিনেশিয়া। মতান্তরে অস্ট্রেলিয়াকেও ওশেনিয়া অঞ্চলের অন্তর্ভুক্ত করা হয়।

আপনি কি চাকরি খুজঁছেন, নিয়মিত সরকারিবেসরকারি চাকরির সংবাদ পেতে ক্লিক করুন। বিভিন্ন সরকারি ও বেসরকারি ক্ষেত্রে মানব সম্পদ উন্নয়ন সংক্রান্ত প্রতিবেদন পাড়ার জন্য, ক্লিক করুন। হিন্দিতে শিক্ষামূলক ব্লগ পড়তে, এখানে ক্লিক করুন। এছাড়াও, স্বাস্থ, টেকনোলজি, বিসনেস নিউস, অর্থনীতি ও আরো অন্যান্য খবর জানার জন্য, ক্লিক করুন

আপনার বন্ধুদের সাথে এই পোস্ট শেয়ার করতে
Exit mobile version