Site icon prosnouttor

চতুর্থ শ্রেণী তোত্তো চানের অ্যাডভেঞ্চার প্রশ্ন উত্তর

রাজা ও তার তিন কন্যা গল্পের প্রশ্নের উত্তর
আপনার বন্ধুদের সাথে এই পোস্ট শেয়ার করতে

সূচিপত্র

তোত্তো-চান অ্যাডভেঞ্চার প্রশ্ন উত্তর

নীচের এলোমেলো বর্ণগুলি সাজিয়ে শব্দ তৈরি করো :

লো য়া পা ন / ঘ ল র হ / তিরী থা য

উত্তর:-১. পালোয়ান ২. হলঘর ৩. যথারীতি

ভিটে শ লি ন / সাৎ উহ / ক্ষঅ কনে ণ

উত্তর:-১. টেলিভিশন ২. উৎসাহ ৩. অনেকক্ষণ

তোত্তো-চান অ্যাডভেঞ্চার সৃজনশীল প্রশ্নের উত্তর

বন্ধনীর থেকে ঠিক উত্তরটি বেছে নিয়ে আবার লেখো :

তোত্তো-চান তার বন্ধুকে (খাবার খাওয়া/বাড়িতে যাওয়া/গাছে চড়া/দোলনায় ওঠা)-র নিমন্ত্রণ করেছিল।

উত্তর:-গাছে চরা

তোত্তো-চানের গাছটা ছিল (রাস্তার মাঝখানে/বাড়ির উঠোনে/বেড়ার ধারে/বাগানের মধ্যে)।

উত্তর:-বেড়ার ধারে

তোত্তো-চান গাছে ওঠার নিমন্ত্রণ জানিয়েছিল (রকি/বাবা/দারোয়ান/ ইয়াসুয়াকি-চান) কে

উত্তর:-ইয়াঃশুয়া কি চান কে

তোত্তো-চান মই নিয়ে এসেছিল (বাড়ি/দারোয়ানের ঘর/ দোকান/শ্রেণিকক্ষ) থেকে।

উত্তর:-দারোয়ানের ঘর

ইয়াসুয়াকি-চানের (পোলিয়োর/টাইফয়েডের/ নিউমোনিয়া/জন্ডিসের) জন্য গাছে চড়ার অসুবিধা ছিল

উত্তর:-পোলিওর

তোত্তো-চান অ্যাডভেঞ্চার অনুধাবনমূলক প্রশ্ন উত্তর

**কোনটি বেমানান চিহ্নিত করো :

গাছ/ডাল/পাতা/রাস্তা

উত্তর:- রাস্তা

হলঘর/কলঘর/উঠোন/চিলেকোঠা

উত্তর:-উঠান

সিরি/মই/তাবু/ধাপ

উত্তর:- তাবু

মার্কিন যুক্তরাষ্ট্র/জাপান/বাংলাদেশ/পশ্চিমবঙ্গ

উত্তর:-পশ্চিমবঙ্গ

সুমো/বক্সিং/ব্যাডমিন্টন/ ক্যারাটে

উত্তর:-ব্যাডমিন্টন

তোত্তো-চান অ্যাডভেঞ্চার বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

শব্দঝুড়ি থেকে ঠিক শব্দটি বেছে শূন্যস্থান পূরণ করো :

_তে সবার একটা করে গাছ ছিল।

উত্তর:- তোমায়

_তোত্তো-চানের গাছটা ছিল র ধারে।

উত্তর:-বেড়ার

ইয়াসুয়াকি-চানের _র জন্য পায়ে অসুবিধা ছিল।

উত্তর:-পোলিওর

টেলিভিশন নাকি একটা_ মতন।

উত্তর:-বাক্সের

তার মধ্যে ইয়া বড়ো বড়ো _পালোয়ান।

উত্তর:-সুমো

তোত্তো চানের অ্যাডভেঞ্চার গল্পের রচোনাধর্মী প্রশ্ন ও উত্তর

একটি বাক্যে উত্তর দাও :

তোত্তো-চান কাকে গাছে চড়ার নিমন্ত্রণ জানিয়েছিল?

উত্তর:-তার স্কুলের বন্ধু ইয়াঃশুয়া কি চাঁদকে

গাছে চড়ার নিমন্ত্রণের কথা কারা জানতেন না?

উত্তর:-তোত্তো-চান এর মা-বাবা জানতেন না

কোথায় সবার একটা করে গাছ ছিল?

উত্তর:-তোমায় তে অর্থাৎ স্কুল চত্বরে

স্কুল চত্বরে কারা গাছগুলোর দখল নিয়েছিল?

উত্তর:-স্কুলের ছেলেমেয়েরা গাছগুলো দখল নিয়েছে

টিফিনের সময় বা ছুটির পরে তোত্তো-চান কী করত?

উত্তর:-তার নিজস্ব গাছে চড়ে নিজের মানুষজন আর ওপরে আকাশ দেখতে

ইয়াসুয়াকি-চানের পায়ে কী অসুবিধে ছিল?

উত্তর:-পোলিও জন্য তার পায়ে জোর ছিল না

তোত্তো-চান মাকে কী বলে বাড়ি থেকে বেরিয়েছিল?

উত্তর:-ডেনিম চোখ হতে ইয়াঃশুয়া কিচেনের বাড়িতে যাচ্ছে বলে বেরিয়ে ছিলে

স্কুলে গিয়ে তোত্তো-চান কী দেখেছিল?

উত্তর:-স্কুলে গিয়েছে দেখল ইয়াঃশুয়া কি চান ফুল গাছ গুলোর পাশে দাঁড়িয়ে আছে

তোত্তো-চান কোথা থেকে মই সংগ্রহ করেছিল?

উত্তর:-স্কুলের দারোয়ানের ঘর থেকে

মইয়ের মাথায় পৌঁছেও ইয়াসুয়াকি-চান গাছের উপর উঠতে পারছিল না কেন?

উত্তর:-কারণ পোলিও জন্য তার পায়ের কোন জোর ছিল না

আরো অন্যান্য অতি জনপ্রিয় প্রশ্নোত্তর সম্পর্কে জানার জন্য এখানে ক্লিক করুন 

তোত্তো চানের অ্যাডভেঞ্চার গল্পের PDF

বাংলা ভাষা পরিচয় শ্রেণী 4






কথা হে কাহিনী প্রকাশনী প্রাইভেট লিমিটেড কর্তৃক বাংলা সাহিত্য পরিচয়, ক্লাস 4

চতুর্থ শ্রেণী তোত্তো চানের অ্যাডভেঞ্চার প্রশ্ন উত্তর

টিফিনের সময় বা ছুটির পরে তোত্তো-চান কী করত?
উত্তর:-তার নিজস্ব গাছে চড়ে নিজের মানুষজন আর ওপরে আকাশ দেখতে

আপনি কি চাকরি খুজঁছেন, নিয়মিত সরকারিবেসরকারি চাকরির সংবাদ পেতে ক্লিক করুন। বিভিন্ন সরকারি ও বেসরকারি ক্ষেত্রে মানব সম্পদ উন্নয়ন সংক্রান্ত প্রতিবেদন পাড়ার জন্য, ক্লিক করুন। এছাড়াও, স্বাস্থ, টেকনোলজি, বিসনেস নিউস, অর্থনীতি ও আরো অন্যান্য খবর জানার জন্য, ক্লিক করুন

আপনার বন্ধুদের সাথে এই পোস্ট শেয়ার করতে
Exit mobile version