- বিদ্রোহী কবিতার বহুনির্বাচনি প্রশ্ন
- ‘বিদ্রোহী’ কবিতায় কবি কার বুকের ক্রন্দনশ্বাস?
- ‘এক হাতে বাঁকা বাঁশের বাঁশরী আর হাতে রণতূর্য’—এখানে কবি কাজী নজরুল ইসলামের কোন সত্তা প্রকাশ পেয়েছে?
- জাতির জনকের মধ্যে ‘বিদ্রোহী’ কবিতার কোন দিকটি প্রতিলিত?
- প্রকাশিত দিক/দিকগুলো কোন পঙ্ক্তিতে পাওয়া যায়?
- বাংলাদেশের জাতীয় কবি কে?
- কত বছর বয়সে কাজী নজরুল ইসলাম লেটোর দলে যোগদান করেন?
- গ্রামের মক্তবে কাজী নজরুল ইসলাম কত বছর শিক্ষকতা করেন?
- লেটোর দলের জন্য কাজী নজরুল ইসলাম কোনটি রচনা করেন?
- কাজী নজরুল ইসলাম কত নম্বর বাঙালি পল্টনে সৈনিক হিসেবে যোগ দেন?
- কত সালে বাঙালি পল্টন ভেঙে দেওয়া হয়?
- ‘বিদ্রোহী’ কবিতার আলােকে কবির বিদ্রোহী সত্তার স্বরূপ নির্ধারণ
- ‘বিদ্রোহী’ কবিতার আলােকে কবির বিদ্রোহী সত্তার স্বরূপ নির্ধারণ
- বিদ্রোহী কবিতার PDF
বিদ্রোহী কবিতার বহুনির্বাচনি প্রশ্ন
‘বিদ্রোহী’ কবিতায় কবি কার বুকের ক্রন্দনশ্বাস?
ক. বঞ্চিতের খ. বিধাতার
গ. পরশুরামের ঘ. ইস্রাফিলের
সঠিক উত্তর: খ. বিধাতার
‘এক হাতে বাঁকা বাঁশের বাঁশরী আর হাতে রণতূর্য’—এখানে কবি কাজী নজরুল ইসলামের কোন সত্তা প্রকাশ পেয়েছে?
ক. প্রেম ও দ্রোহ
খ. বিদ্রোহী ও বংশীবাদক
গ. বিদ্রোহী ও অত্যাচারিত
ঘ. বিদ্রোহী ও বীর যোদ্ধা
সঠিক উত্তর: ক. প্রেম ও দ্রোহ
নিচের অনুচ্ছেদটি পড়ে ৩ ও ৪ নম্বর প্রশ্নের উত্তর দাও
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভাষা আন্দোলন থেকে শুরু আজীবন এক অকুতোভয় নেতা ছিলেন। জেল-জুলুম সহ্য করে তিনি জাতিকে স্বাধীনতা এনে দিতে সক্ষম হন।
জাতির জনকের মধ্যে ‘বিদ্রোহী’ কবিতার কোন দিকটি প্রতিলিত?
i. বিদ্রোহ
ii. দেশপ্রেম
iii. নেতৃত্ব
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর: ঘ. i, ii ও iii
প্রকাশিত দিক/দিকগুলো কোন পঙ্ক্তিতে পাওয়া যায়?
ক. আমি আপনারে ছাড়া করি না কাহারে কুর্নিশ
খ. আমি পথিক কবির গভীর রাগিণী, বেণু-বীণে গান গাওয়া
গ. আমি রুষে উঠি যবে ছুটি মহাকাশ ছাপিয়া
ঘ. আমি চির বিদ্রোহী বীর-বিশ্ব ছাড়ায়ে উঠিয়াছি একা চির উন্নত শির
সঠিক উত্তর: ঘ. আমি চির বিদ্রোহী বীর-বিশ্ব ছাড়ায়ে উঠিয়াছি একা চির উন্নত শির
বাংলাদেশের জাতীয় কবি কে?
ক. জসীমউদ্দীন
খ. কাজী নজরুল ইসলাম
গ. রবীন্দ্রনাথ ঠাকুর
ঘ. শামসুর রাহমান
সঠিক উত্তর: খ. কাজী নজরুল ইসলাম
কত বছর বয়সে কাজী নজরুল ইসলাম লেটোর দলে যোগদান করেন?
ক. ৮ বছর খ. ১০ বছর
গ. ১২ বছর ঘ. ১৫ বছর
সঠিক উত্তর: গ. ১২ বছর
গ্রামের মক্তবে কাজী নজরুল ইসলাম কত বছর শিক্ষকতা করেন?
ক. ১ বছর খ. ২ বছর
গ. ৩ বছর ঘ. ৫ বছর
সঠিক উত্তর: ক. ১ বছর
লেটোর দলের জন্য কাজী নজরুল ইসলাম কোনটি রচনা করেন?
ক. কবিতা খ. নাটক
গ. সংলাপ ঘ. পালাগান
সঠিক উত্তর: ঘ. পালাগান
কাজী নজরুল ইসলাম কত নম্বর বাঙালি পল্টনে সৈনিক হিসেবে যোগ দেন?
ক. ৪০ খ. ৪৫
গ. ৪৮ ঘ. ৪৯
সঠিক উত্তর: ঘ. ৪৯
কত সালে বাঙালি পল্টন ভেঙে দেওয়া হয়?
ক. ১৯১৮ খ. ১৯১৯
গ. ১৯২০ ঘ. ১৯২১
সঠিক উত্তর: গ. ৪৮
‘বিদ্রোহী’ কবিতার আলােকে কবির বিদ্রোহী সত্তার স্বরূপ নির্ধারণ
বিদ্রোহী কবিতায় কবি নিজেকে যে যে রূপে উপস্থাপন করেছেন
‘বিদ্রোহী কবিতায় নজরুলের বিদ্রোহচেতনার প্রকাশ ঘটেছে। ভারতীয় এবং পশ্চিম এশীয় পুরাণ ও ইতিহাসের আধার থেকে শক্তি সঞ্চয় করে নজরুল এখানে প্রবল বিদ্রোহবাণী উচ্চারণ করেছেন । নজরুল বিদ্রোহ করেছেন ঔপনিবেশিক শক্তির বিরুদ্ধে , সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে , শৃঙ্খল পরা আমিত্বের বিরুদ্ধে । এই কবিতা রচনার জন্য নজরুল ’বিদ্রোহী কবি’র আখ্যা পেয়েছেন। এখানে নজরুল তার বিদ্রোহকে সঙ্গতকারণেই ‘ আমি ’ প্রতীকে ব্যঞ্জনাময় করেছেন এবং নিজেকে অজেয় বলে উপলব্ধি করেছেন। তাইতাে ‘বিদ্রোহী’ আত্মশক্তিকে উদ্বোধিত করার লক্ষ্যে প্রথমেই কবির সরব ঘােষণা :
‘বল বীর , বল উন্নত মম শির !
নজরুল এই কবিতার প্রথম স্তবকেই প্রসঙ্গত উত্থাপন করেছেন মহাবিশ্ব , মহাকাশ , চন্দ্রসূর্যগ্রহতারা , ভূলােক দ্যুলােক , খােদার আসন , বিশ্ববিধাত্রী , চির – বিস্ময় , রাজটীকা , রুদ্র ভগবান আর দীপ্ত জয়শ্রীর কথা। বক্তব্যের অন্তবর্মিত অনুক্রম অনুযায়ী কবিতাটিকে মােট দশটি স্তবকে ভাগ করা যায় ।
প্রথম স্তবকে ‘ আমি ’ – র শক্তিময়তার পাশাপাশি বিজয়ের প্রত্যয় নিনাদিত , আর এই বিজয়ের জন্যে প্রয়ােজন আঘাতকারীর ‘ আমি ’ – র ধ্বংসাত্মক রূপ , যা কবিতাটির ১১ থেকে ২৭ পঙক্তি পর্যন্ত ঘূর্ণিত : “ আমি ঝঞা , আমি ঘূর্ণি / আমি পথ সম্মুখে যাহা পাই যাই চূর্ণি ‘ । শক্তির উদ্বোধন ও সংহারচিত্রের পরই হঠাৎ শুরু হলাে মিলনের নৃত্য পাগল ছন্দ । ২৮ থেকে ৩৭ পঙক্তি পর্যন্ত আমি এমন এক মুক্ত জীবনান্দ , যে শত্রুর সাথে গলাগলি করে, আবার মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে।
‘বিদ্রোহী’ কবিতার আলােকে কবির বিদ্রোহী সত্তার স্বরূপ নির্ধারণ
প্রজা কল্যানার্থে পৃথু পৃথিবীকে বশ করেন । তার রাজত্বকে বলা হয় পৃথু । ভীম পাঁচ পান্ডবদের একজন । কুন্তির গর্ভে এবং বায়ুর ঔরসে এর জন্ম । দুর্যোধন তাকে হত্যার জন্য তার খাবারে বিষ মিশিয়ে অজ্ঞান করে পানিতে ফেলে দেন । পানিতে নাগরাজ বাসুকীর কৃপায় ভীম বেঁচে যান এবং আরাে শক্তিশালী হয়ে ফিরে আসেন । কবি ‘ ভাসমান মাইনের সাথে ভীম বিশেষন সম্ভবত একারনের এনেছেন । ‘ ধুর ‘ শব্দের অর্থ জটাভার বা ত্রিলােকের চিন্তাভার । শিব তার মাথায় জটাভার ধারণ করেন অথবা ত্রিলােকের চিন্তাভার ধারণ ও বহন করেন । এসকল ভার বহন ও ধারণের কারণে তারই নাম ধূর্জটি ।
যুগল কন্যা সমুদ্র মন্থনের সময় উখিত কৌস্তভ মনি যা বিষ্ণু ও কৃষ্ণ বক্ষে ধারন করতেন ।ছিন্নমস্তা দশ মহাবিদ্যা বা দশ প্রকার শক্তির রুপের একটি । চন্ডী অসুর বধের সময় দুর্গার এক ভীষন রূপ । ইসলাম ধর্মমতে কেয়ামত বা মহাপ্রলয় শুরুর আগে ইস্রাফিল নাম্মী ফেরেস্তা শৃগার বাজাবেন । বােররাক দ্রুতগতির স্বর্গীয় বাহন , যাতে করে মহানবী ( সাঃ ) মেরাজে গিয়েছিলেন । উচ্চৈঃশ্রবা ইন্দ্রের বাহন , যা সমুদ্রমন্থনের সময় জন্ম নেয় এবং অশ্বশ্রেষ্ঠ বলে পরিগনিত । জিব্রাইল একজন ফেরেস্তা যিনি স্বর্গীয় দূত হিসেবে কাজ করেন ।
আরো অন্যান্য অতি জনপ্রিয় প্রশ্নোত্তর সম্পর্কে জানার জন্য এখানে ক্লিক করুন
বিদ্রোহী কবিতার PDF
ছায়া বাংলা শিক্ষাক – প্রকল্প সহ একাদশ শ্রেণি গাইড
বিদ্রোহী কবিতার সৃজনশীল প্রশ্ন ও উত্তর
কত বছর বয়সে কাজী নজরুল ইসলাম লেটোর দলে যোগদান করেন?
১২ বছর
আপনি কি চাকরি খুজঁছেন, নিয়মিত সরকারি ও বেসরকারি চাকরির সংবাদ পেতে ক্লিক করুন। বিভিন্ন সরকারি ও বেসরকারি ক্ষেত্রে মানব সম্পদ উন্নয়ন সংক্রান্ত প্রতিবেদন পাড়ার জন্য, ক্লিক করুন। এছাড়াও, স্বাস্থ, টেকনোলজি, বিসনেস নিউস, অর্থনীতি ও আরো অন্যান্য খবর জানার জন্য, ক্লিক করুন।