Site icon prosnouttor

কাকতাড়ুয়া উপন্যাসের সৃজনশীল প্রশ্ন ও উত্তর

২০২১ সালের এসএসসি পরীক্ষার অ্যাসাইনমেন্ট উত্তর হিসাব বিজ্ঞান
আপনার বন্ধুদের সাথে এই পোস্ট শেয়ার করতে

সূচিপত্র

কাকতাড়ুয়া উপন্যাসের রচনা ধর্মী প্রশ্ন উত্তর

পাকসেনারা থানায় ঘাঁটি স্থাপন করলে এলাকার মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করে। সবাই পালাতে শুরু করলে কলিমদ্দি দফাদার ভিন্ন পরিকল্পনা করেন। তিনি পাকসেনাদের ঘায়েল করার জন্য তাদের সাথে যোগাযোগ শুরু করেন। আর গোপনে সব খবর পৌঁছে দেন, প্রস্তুত থাকতে বলেন। একদিন সুযোগমতো পাকসেনাদের গ্রামে এনে ভাঙা পুলের গোড়ায় দাঁড় করিয়ে কলিমদ্দি দফাদার তা পার হতে গিয়ে পরিকল্পনামাফিক জলে পড়ে যান। সাথে সাথে গর্জে ওঠে ওৎ পেতে থাকা মুক্তিযোদ্ধাদের অস্ত্র। আর খতম হয় সব কজন পাকসেনা।

বুধা প্রায়ই কী সাজত?

উত্তর: বুধা প্রায়ই কাকতাড়ুয়া সাজত।

‘আধা-পোড়া বাজারটার দিকে তাকিয়ে ওর চোখ লাল হতে থাকে’ কেন?

উত্তর: হানাদাররা আগুন দিয়ে বাজারটা পুড়িয়ে দিয়েছিল বলে প্রতিশোধের প্রতিজ্ঞায় ‘আধ-পোড়া বাজারটার দিকে তাকিয়ে বুধার চোখ লাল হতে থাকে’।

কোনো অন্যায় বা নির্মমতা দেখলে বুধার খুব রাগ হয়। রেগে গেলে তার চোখ লাল হতে থাকে। মুক্তিযুদ্ধকালে পাকহানাদার বাহিনী একদিন বুধাদের গ্রামে ঢুকে বহু মানুষকে নির্বিচারে হত্যা করে। তারা আদিম নৃশংসতায় আগুন দিয়ে বাজারটা পুড়িয়ে দেয়। এ ঘটনায় বুধা দারুণ ক্রোধে অগ্নিশর্মা হয়ে ওঠে। হানাদারদের প্রতি তার প্রবল ঘৃণা সৃষ্টি হয়। এর প্রতিশোধ গ্রহণ করতে প্রতিজ্ঞাবদ্ধ হয় সে। বুধার লাল চোখ সেই অনুভূতিই প্রকাশ করে।

উদ্দীপকের কলিমদ্দি দফাদারের সাথে ‘কাকতাড়ুয়া’ উপন্যাসের সাদৃশ্যপূর্ণ চরিত্রটি ব্যাখ্যা করো।

উত্তর: সুকৌশলে শত্রু নিধনের দিক থেকে উদ্দীপকের কলিমদ্দি দফাদারের সাথে ‘কাকতাড়ুয়া’ উপন্যাসের বুধা চরিত্রটি সাদৃশ্যপূর্ণ।

‘কাকতাড়ুয়া’ উপন্যাসের বুধা পিতৃমাতৃহীন অনাথ কিশোর হলেও সে ছিল মেধাবী ও কৌশলী। শক্তি দিয়ে যে কাজটি করা যায় না বুদ্ধি দিয়ে সে কাজটি অনায়াসে করা যায়। বুধার বুদ্ধিমত্তা আমাদের সে কথাই স্মরণ করিয়ে দেয়। সে সুকৌশলে একাধিক রাজাকারের বাড়ি জ্বালিয়ে দিয়েছিল। জীবনের ঝুঁকি নিয়ে মিলিটারিদের বাংকারে মাইন পুঁতে রেখেছিল।

উদ্দীপকের কলিমদ্দি দফাদার পাকসেনাদের ঘায়েল করার জন্য কৌশলী পরিকল্পনা গ্রহণ করেন। তিনি পাকসেনাদের সাথে মিশে গিয়ে তাদেরকেই নাস্তানাবুদ করেন। প্রকৃতপক্ষে তিনি ছিলেন একজন মুক্তিসংগ্রামী। মুক্তিযোদ্ধাদের সাথে হাত মিলিয়ে তিনি হানাদার নিধনে ভূমিকা রাখেন। ‘কাকতাড়ুয়া’ উপন্যাসের বুধাও তেমনি নানা কৌশলে মুক্তিযোদ্ধাদের সহায়তা করেছিল।

উদ্দীপকটি ‘কাকতাড়ুয়া’ উপন্যাসের সমগ্র ভাবকে ধারণ করে কি? যুক্তিসহ প্রমাণ করো।

উদ্দীপকটি ‘কাকতাড়ুয়া’ উপন্যাসের সমগ্র ভাবকে ধারণ করে না কারণ উদ্দীপকে হানাদার বাহিনীর নিষ্ঠুরতাসহ অন্যান্য দিক অনুপস্থিত।

আমাদের মহান মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট নিয়ে রচিত ‘কাকতাড়ুয়া’ উপন্যাস। লেখক সেলিনা হোসেন অপরিসীম মমতায় রচনা করেছেন দেশপ্রেমের এই অনবদ্য কাহিনি। উপন্যাসটি রচিত হয়েছে বুধা চরিত্রকে ঘিরে। উপন্যাসে মূলত বাঙালির মুক্তিসংগ্রামের কাহিনি বর্ণিত হলেও পাশাপাশি প্রতিফলিত হয়েছে গ্রামীণ জীবন, সুখ-দুঃখ, ব্যথা-বেদনায় ভরা নিম্নবিত্ত ও দারিদ্র্যক্লিষ্ট মানুষের ইতিবৃত্ত।

উদ্দীপকে কলিমদ্দি দফাদার কীভাবে পাকসেনাদের নিজ বুদ্ধিবলে পরাস্ত করেছেন সেই দিকটি আলোচিত হয়েছে। তিনি পাকসেনাদের সাথে বন্ধুত্বের অভিনয় করে তাদের সাথে মিশেছেন। এরপর সুযোগ বুঝে মুক্তিসেনাদের মাধ্যমে হানাদারদের শায়েস্তা করেন। ‘কাকতাড়ুয়া’ উপন্যাসের বুধা চরিত্রের মাঝেও এই একই চেতনা রয়েছে। কিন্তু উপন্যাসটির পরিধি আরও বিস্তৃত।

‘কাকতাড়ুয়া’ উপন্যাসে মুক্তিযুদ্ধের ভয়াবহ দিনগুলোর বর্ণনার পাশাপাশি গ্রামীণ জীবনের খুঁটিনাটি, প্রেম-ভালোবাসা, মায়া-মমতার গভীর বন্ধন, আত্মমর্যাদা ও স্বাধীনতার অনুভূতি ইত্যাদি প্রকাশিত হয়েছে। শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য বুধার দিন দিন মুক্তিযোদ্ধা হয়ে ওঠার কথা বলা হয়েছে। শত্রুর বাংকারে মাইন পুঁতে তাদের ধ্বংস করে দিয়েছে। এছাড়াও রয়েছে হানাদারদের বিরুদ্ধে বাঙালির ঐক্যবদ্ধ চেতনার স্বরূপ। কিন্তু উদ্দীপকে কেবল মুক্তিযুদ্ধে কলিমদ্দি দফাদারের ভূমিকার একটি বিশেষ মুহূর্ত তুলে ধরা হয়েছে।

তাই এ কথা নিঃসন্দেহে বলা যায়, উদ্দীপকটি ‘কাকতাড়ুয়া’ উপন্যাসের সমগ্র ভাবকে ধারণ করে না কারণ উদ্দীপকে হানাদার বাহিনীর নিষ্ঠুরতাসহ অন্যান্য দিক অনুপস্থিত।

আরো অন্যান্য অতি জনপ্রিয় প্রশ্নোত্তর সম্পর্কে জানার জন্য এখানে ক্লিক করুন 

বাংলা ১মপত্র কাকতাড়ুয়া অধ্যায় MCQ প্রশ্ন ও উত্তর

কখন বুধার মা ভাপা পিঠা বানাত?

ক) গ্রীষ্ম কালে
খ) বর্ষাকালে
গ) শীত কালে
ঘ) শরৎ কালে

সঠিক উত্তর: (গ) শীত কালে

বড়দের জন্য সেলিনা হোসেনের প্রকাশিত উপন্যাস কয়টি?

ক) একত্রিশটি
খ) বত্রিশটি
গ) তেত্রিশটি
ঘ) চৌত্রিশটি

সঠিক উত্তর: (গ) তেত্রিশটি

আবু ইসহাকের উপন্যাস কোনটি?

ক) পদ্মার পলিদ্বীপ
খ) কাশবনের কন্যা
গ) খেলাঘর
ঘ) জননী

সঠিক উত্তর: (ক) পদ্মার পলিদ্বীপ

কাকতাড়ুয়া সেজে কাঠফাটা রোদে দাঁড়িয়ে থাকলে বুধার মাথায় কিসের ছায়া নেমে আসে?

ক) মেঘের ছায়া
খ) বিমানের ছায়া
গ) শুকুনের ছায়া
ঘ) পাখির ছায়া

সঠিক উত্তর: (গ) শুকুনের ছায়া

বুধার ছিটানো ভাতগুলো কারা খায়?

ক) কাকেরা
খ) কুকুরেরা
গ) শকুনেরা
ঘ) বানরেরা

সঠিক উত্তর: (ক) কাকেরা

শাহাবুদ্দিন-

i. মুক্তিযোদ্ধা কমান্ডার
ii. আর্ট কলেজের ছাত্র
iii. দেশপ্রেমিক
নিচের কোটি সঠিক?
ক) i
খ) ii
গ) iii
ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (ঘ) i, ii ও iii

মিঠু ও আলি কোথায় যোগ দিতে গেল?

ক) সেনাবাহিনীতে
খ) বিমানবাহিনীতে
গ) মুক্তিবাহিনীতে
ঘ) নৌবাহিনীতে

সঠিক উত্তর: (গ) মুক্তিবাহিনীতে

বুধা’র কয় ভাই বোন কলেরায় মারা যায়?

ক) ৩ জন
খ) ৪ জন
গ) ৫ জন
ঘ) ৬ জন

সঠিক উত্তর: (খ) ৪ জন

যুদ্ধ চলাকালে গাঁয়ে কোন কমিটি গঠন করা হয়েছিল?

ক) যুদ্ধ পরিচালনা কমিটি
খ) আল বদর কমিটি
গ) মুক্তিযোদ্ধা কমিটি
ঘ) শান্তি কমিটি

সঠিক উত্তর: (ঘ) শান্তি কমিটি

পোড়া বাজারের দিকে তাকিয়ে বুধার-

ক) কাঁদতে ইচ্ছা করে
খ) প্রতিশোধ নিতে ইচ্ছা করে
গ) দু:খ হয়
ঘ) চোখ লাল হয়

সঠিক উত্তর: (ঘ) চোখ লাল হয়

জীবনের সমগ্রতা প্রতিফলিত হয় কীসে?

ক) গল্পে
খ) নাটকে
গ) উপন্যাসে
ঘ) কবিতায়

সঠিক উত্তর: (গ) উপন্যাসে

বুধা ও ফুলকলি কার বাড়িতে গিয়ে পান্তা খায়?

ক) নোলক বুয়ার
খ) হরিকাকুর
গ) আতাফুপুর
ঘ) চাচির

সঠিক উত্তর: (গ) আতাফুপুর

মুড়ি ভাজে কে?

ক) নোলক বুয়া
খ) আতা ফুফু
গ) হরিকাকু
ঘ) হাশেম মিয়া

সঠিক উত্তর: (ক) নোলক বুয়া

উপন্যাসের চর্চা হয়-

ক) প্রায় চারশ বছর
খ) প্রায় আড়াইশো বছর
গ) প্রায় তিনশ বছর
ঘ) প্রায় একশ বছর

সঠিক উত্তর: (ক) প্রায় চারশ বছর

বুধা বাঁশের লাঠির মাথায় শুকনো পাট জড়িয়ে কয়টি মশাল বানায়?

ক) ৪টি
খ) ৫টি
গ) ৬টি
ঘ) ৭টি

সঠিক উত্তর: (ক) ৪টি

কাকতাড়ুয়া উপন্যাসের সৃজনশীল প্রশ্ন ও উত্তর, কাকতাড়ুয়া উপন্যাসের Pdf

ছায়া বাংলা শিক্ষাক – প্রকল্প সহ একাদশ শ্রেণি গাইড

ছায়া বাংলা শিক্ষাক – প্রকল্প সহ একাদশ শ্রেণি গাইড

মডেল অ্যাক্টিভিটি টাস্ক বাংলা

বুধা প্রায়ই কী সাজত?  
উত্তর: বুধা প্রায়ই কাকতাড়ুয়া সাজত।

আপনি কি চাকরি খুজঁছেন, নিয়মিত সরকারিবেসরকারি চাকরির সংবাদ পেতে ক্লিক করুন। বিভিন্ন সরকারি ও বেসরকারি ক্ষেত্রে মানব সম্পদ উন্নয়ন সংক্রান্ত প্রতিবেদন পাড়ার জন্য, ক্লিক করুন। এছাড়াও, স্বাস্থ, টেকনোলজি, বিসনেস নিউস, অর্থনীতি ও আরো অন্যান্য খবর জানার জন্য, ক্লিক করুন

আপনার বন্ধুদের সাথে এই পোস্ট শেয়ার করতে
Exit mobile version