Site icon prosnouttor

বিজ্ঞান Class 8, অষ্টম শ্রেণির এসাইনমেন্ট বিজ্ঞান

পরিমাপের উল্লেখযোগ্য পরিসংখ্যান বলতে কী বোঝায়? পরিমাপের তাৎপর্যপূর্ণ পরিসংখ্যান নির্ণয় করার সময় প্রধান বিষয়গুলো কী কী মনে রাখতে হবে?
আপনার বন্ধুদের সাথে এই পোস্ট শেয়ার করতে

বিজ্ঞান Class 8, অষ্টম শ্রেণির এসাইনমেন্ট বিজ্ঞান

আমাদের জীবনে অণুজীবের উপযোগিতা সম্পর্কে 10টি লাইন লেখ, স্বাস্থ্য ঝুঁকি সৃষ্টিতে অণুজীবের ভূমিকা, স্বাস্থ্য ঝুঁকি সৃষ্টিতে অণুজীবের প্রভাব এবং সচেতনতা সৃষ্টি

উত্তর:

অণুজীবের ব্যবহার নীচে তালিকাভুক্ত করা হয়েছে:-

আরো অন্যান্য অতি জনপ্রিয় প্রশ্নোত্তর সম্পর্কে জানার জন্য এখানে ক্লিক করুন 

অণুজীব কাকে বলে, অণুজীব কী, অণুজীব, অণুজীব কি

অনুজীব তারাই যাদের খালি চোখে দেখা যায় না। এরা অ্যামাইটোসিস প্রক্রিয়ায় বংশবৃদ্ধি করে। যেমন. ভাইরাস, ব্যাকটেরিয়া।

অণুজীব হলো সেই সকল ক্ষুদ্র এককোষী জীব যাদেরকে খালি চোখে দেখা যায় না। এরা আদিকেন্দ্রিক ও সুকেন্দ্রিক উভয় প্রকার হতে পারে। সকল প্রকার ব্যাক্টেরিয়া, আরকিয়া, প্রোটোজোয়া, এককোষী শৈবাল এবং ছত্রাক অণুজীবের অন্তর্গত।

অণুজীব এর বৈশিষ্ট্য

অণুজীবগুলি পৃথিবীর ক্ষুদ্রতম জীব। আসলে, মাইক্রো অর্গানিজম শব্দটির আক্ষরিক অর্থ “মাইক্রোস্কোপিক অর্গানিজম”।

ধানের টুংরো রোগের জন্য দায়ী কোন অণুজীব

রোগের কারণ: এটি একটি ভাইরাস জনিত রোগ।

ক্ষতির ধরণ: টুংরো রোগ হলে ধান গাছের বাড়তি কমে যায় এবং কুশি কম হয়। আক্রান্ত পাতা ও পাতার খোল খাটো হয়। কচি পাতাগুলো পুরাতন পাতার খোলের মধ্যে আটকে থাকে। নুতন পাতা খাটো ও চওড়া হয় এবং মোচড় খেয়ে যায়। এসব কারণে গাছ বাড়তে পারে না। আক্রান্ত পাতা প্রথমে হালকা হলুদ এবং পরে গাঢ় হলুদ থেকে কমলা বর্ণের হয়ে যায়।

ধানের জাত বিশেষ পাতার রং ভিন্ন ভিন্ন হয়ে থাকে। পাতা ও কান্ডের মধ্যবর্তী কোন বেড়ে যায়। আক্রান্ত ধান গাছ পাকা পর্যন্ত বাঁচতে পারে তবে আক্রমণ তীব্র হলে গাছগুলো শুকিয়ে মরার মত হয়ে যায়। হালকাভাবে আক্রান্ত গাছ বেঁচে থাকে তবে তাতে ২-৩ সপ্তাহ পর ফুল আসে এবং ফলন অনেক কম হয়।

রোগের নামঃ

ধানের টুংরো রোগ Tungro Disease of Rice (ভাইরাসজনিত রোগ)।

লক্ষণঃ

সমন্বিত দমন ব্যবস্থাপনাঃ

ভৌত বিজ্ঞান pdf

পারুল প্রকাশনী – অল ইন ওয়ান পরিবেশ ও বিজ্ঞান (এনভায়রনমেন্ট এন্ড সাইন্স) রেফারেন্স ফর ক্লাস – ৮

পারুল প্রকাশনী – অল ইন ওয়ান পরিবেশ ও বিজ্ঞান (এনভায়রনমেন্ট এন্ড সাইন্স) রেফারেন্স ফর ক্লাস – ৮






আপনি কি চাকরি খুজঁছেন, নিয়মিত সরকারিবেসরকারি চাকরির সংবাদ পেতে ক্লিক করুন। বিভিন্ন সরকারি ও বেসরকারি ক্ষেত্রে মানব সম্পদ উন্নয়ন সংক্রান্ত প্রতিবেদন পাড়ার জন্য, ক্লিক করুন। এছাড়াও, স্বাস্থ, টেকনোলজি, বিসনেস নিউস, অর্থনীতি ও আরো অন্যান্য খবর জানার জন্য, ক্লিক করুন

আপনার বন্ধুদের সাথে এই পোস্ট শেয়ার করতে
Exit mobile version