Site icon prosnouttor

সপ্তম শ্রেণীর অ্যাসাইনমেন্ট ভূগোল ও পরিবেশ এর উত্তর

৩০ টি বহুবিকল্প ভিত্তিক উত্তরধর্মী প্রশ্ন (MCQ) ও অতিছোট (VSA) গুরুত্বপূর্ণ প্রশ্নত্তর বিশ্ব ভূগোল অধ্যায় উপর

৩০ টি বহুবিকল্প ভিত্তিক উত্তরধর্মী প্রশ্ন (MCQ) ও অতিছোট (VSA) গুরুত্বপূর্ণ প্রশ্নত্তর বিশ্ব ভূগোল অধ্যায় উপর

আপনার বন্ধুদের সাথে এই পোস্ট শেয়ার করতে

মডেল অ্যাক্টিভিটি টাস্ক Class 7 পরিবেশ ও ভূগোল Part 7

সূচিপত্র

সপ্তম শ্রেণীর অ্যাসাইনমেন্ট ভূগোল ও পরিবেশ এর উত্তর

পরিবহনের চারটি মাধ্যম কী কী?

উত্তর: পরিবহনের চারটি মাধ্যম নিম্নরূপ:

‘বন্দোবস্ত’ শব্দটি দ্বারা আপনি কী বোঝেন?

উত্তর: বসতি হল এমন জায়গা যেখানে মানুষ তাদের বাড়ি তৈরি করে। আগে মানুষ বনে এবং গুহায় বাস করত, কিন্তু সময় ও গাছপালার উন্নতির সাথে সাথে মানুষ বসতি তৈরির জন্য ঘর তৈরি করে।

গ্রামীণ জনগণের দ্বারা চর্চা করা কার্যক্রম কোনটি?

উত্তর: কৃষিকাজ, মাছ ধরা, বনায়ন, কারুশিল্পের কাজ, ব্যবসা, ইত্যাদি কর্মকাণ্ড গ্রামীণ জনগণ করে থাকে।

রেলওয়ের যেকোনো দুটি গুণ উল্লেখ কর।

উত্তর: রেলওয়ের দুটি যোগ্যতা নিম্নরূপ:

যোগাযোগের মাধ্যমে আপনি কী বোঝেন?

উত্তর: যোগাযোগ হল অন্যের কাছে বার্তা পৌঁছে দেওয়ার প্রক্রিয়া। প্রযুক্তি আমাদের দ্রুত যোগাযোগের মাধ্যম আবিষ্কার করতে সাহায্য করেছে। টেলিফোন, মোবাইল ফোন এবং ইন্টারনেট হল যোগাযোগের কয়েকটি মাধ্যম যা আমরা ব্যবহার করি।

গণমাধ্যম কি?

উত্তর: যোগাযোগের বিভিন্ন মাধ্যম দেশে তথ্য বিপ্লব ঘটিয়েছে। রেডিও, টেলিভিশন এবং সংবাদপত্রের মতো বিভিন্ন মাধ্যম মানুষকে তথ্য প্রদানের জন্য ব্যবহার করা হয়। তথ্য প্রদানের এই পদ্ধতিটি গণমাধ্যম হিসাবে পরিচিত।

আরো অন্যান্য অতি জনপ্রিয় প্রশ্নোত্তর সম্পর্কে জানার জন্য এখানে ক্লিক করুন 

সপ্তম শ্রেণীর অ্যাসাইনমেন্ট ভূগোল ও পরিবেশ এর সমাধান

কোনটি যোগাযোগের মাধ্যম নয়?

(a) একটি টেলিফোন

(b) বই

(গ) টেবিল

উত্তরঃ গ

মাটির নিচে কোন ধরনের রাস্তা তৈরি করা হয়?

(a) উড়ে যাওয়া

(b) এক্সপ্রেসওয়ে

(c) পাতাল রেল

উত্তরঃ গ

একটি দ্বীপে পৌঁছানোর জন্য কোন পরিবহনের মাধ্যম সবচেয়ে উপযুক্ত?

(a) একটি জাহাজ

(b) ট্রেন

(গ) গাড়ি

উত্তরঃ ক

কোন যানটি পরিবেশ দূষিত করে না?

(a) চক্র

(b) বাস

(c) বিমান

উত্তরঃ ক

পরিবহনের দোলক নীতি কি, পরিবহনের দোলক নীতি কী

যে নীতি অনুসারে দুটি উৎপাদক সংস্থার মধ্যে কোন প্রয়োজনীয় পণ্যের সরবরাহের জন্য পরিবহন ব্যয় পারস্পরিক ভাবে বিভক্ত হয়, তাকে পরিবহনের দোলক নীতি বলে। আমেরিকা যুক্তরাষ্ট্রের হ্রদ অঞ্চলের লৌহ ইস্পাত শিল্পের প্রসারে এই নীতি বিশেষভাবে প্রযোজ্য। আমেরিকাাাা যুক্তরাষ্ট্রের অ্যাপেলেশিয়়ান অঞ্চলের কয়লা হ্রদ অঞ্চলে পৌঁছে দেওয়ার পর রেল ওয়াগনগুলি ফিরতি পথে হ্রদ অঞ্চলের লৌহ আকরিক অ্যাপেলেশিয়়ান অঞ্চলে নিয়েে যায়। এর ফলে পরিবহন ব্যয় অ্যাপেলেশিয়়ানের কয়লা উৎপাদক সংস্থা এবং হ্রদ অঞ্চলের লৌহ আকরিক উৎপাদক সংস্থার মধ্যে বিভক্ত হয়।

পরিবহনের গুরুত্ব লেখ

উত্তরঃ- যাত্রী ও জিনিসপত্র এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরের পন্থাকে পরিবহণ বলে। অর্থাৎ, যে ব্যবস্থার মাধ্যমে দূরবর্তী স্থানের ব্যবধানকে সময়ের নিরিখে কমানাে হয়, তাকেই পরিবহণ বলে।

পরিবহণের গুরুত্ব | Importance of Transport

কোনাে দেশের অর্থনৈতিক উন্নতি ও সমৃদ্ধি বহুলাংশে পরিবহণ ব্যবস্থার ওপর নির্ভরশীল। আধুনিক বিশ্বে পরিবহণের গুরুত্ব নিম্নে আলােচনা করা হল—

আরো পড়তে

বিশ্ব ও ভারতীয় ভূগোল

এটি ভলিউম 1 এই বইটি বাংলা সংস্করণ। প্রতিযোগিতামূলক সরকারের জন্য এই ভূগোল বইটি সেরা।

FAQ | পরিবহন

Q1. পরিবহন কাকে বলে

উত্তরঃ কোনও অনুগুলির মধ্য দিয়ে খুব ধীর গতিতে তাপের যে সঞ্চালন ঘটে তাকে পরিবহন বলে।

যে পদ্ধতিতে কোন পদার্থের উষ্ণতর অংশ থেকে শীতলতর অংশে তাপ সঞ্চালন হয়, কিন্তু পদার্থের অণুগুলির কোন স্থান পরিবর্তন ঘটে না, তাকে পরিবহন বলা হয়।

Q2. সক্রিয় পরিবহন কাকে বলে

উত্তরঃ পদার্থ মাত্রই তাদের স্থিতিশক্তির ঊর্ধ্ব অবস্থা থেকে নিম্ন অবস্থায় নেমে আসতে চায়। কিন্তু যখন পদার্থকে তার স্থিতিশক্তির নিম্ন অবস্থা থেকে শক্তিব্যয়ের মাধ্যমে ঊর্ধ্ব অবস্থায় নিয়ে যাওয়া হয়, তখন তাকে সক্রিয় পরিবহন বলে। সক্রিয় পরিবহন বাহক রাসায়নিক শক্তির উপর নির্ভরশীল।


আপনার বন্ধুদের সাথে এই পোস্ট শেয়ার করতে
Exit mobile version