Site icon prosnouttor

ষষ্ঠ শ্রেণির বাংলা প্রশ্ন উত্তর মডেল অ্যাক্টিভিটি টাস্ক

অগাস্ট ২০২২ | কারেন্ট অ্যাফেয়ার্স | ৩০ টি বহুবিকল্প ভিত্তিক উত্তরধর্মী প্রশ্ন (MCQ) ও অতিছোট (VSA) গুরুত্বপূর্ণ প্রশ্নত্তর
আপনার বন্ধুদের সাথে এই পোস্ট শেয়ার করতে

সূচিপত্র

সুখ কবিতা এর বহুনির্বাচনি প্রশ্ন | ষষ্ঠ শ্রেণির বাংলা প্রশ্ন উত্তর মডেল অ্যাক্টিভিটি টাস্ক

কবি ‘সমর-অঙ্গন’ বলতে কোনটিকে বুঝিয়েছেন?

ক. প্রান্তরকে খ. সংসারকে

গ. যুদ্ধক্ষেত্রকে ঘ. ঘরের অঙ্গণকে

উত্তর:- খ. সংসারকে

‘যতই কাঁদিবে যতই ভাবিবে ততই বাড়িবে হৃদয় ভার’—উক্তিটি দ্বারা কবি কোন বিষয়টিকে তুলে ধরেছেন?

ক. সুখের চিন্তাই সুখ পথে অন্তরায়

খ. সর্বদা শোক করলে দুঃখ বেড়ে যায়

গ. সুখের কথা ভাবলেই সুখ আসে না

ঘ. কান্নাকাটি করলে দুঃখ কমে যায়

উত্তর:- খ. সর্বদা শোক করলে দুঃখ বেড়ে যায়

ষষ্ঠ শ্রেণির এসাইনমেন্ট উত্তর বাংলা প্রশ্ন

‘সুখ’ কোন ধরনের কবিতা?

ক. দেশাত্মবোধক খ. উপদেশমূলক

গ. উদ্দীপনামূলক ঘ. সাম্যমূলক

উত্তর:- খ. উপদেশমূলক

ষষ্ঠ শ্রেণির পরীক্ষার প্রশ্ন উত্তর

সুখ কবিতা পাঠের উদ্দেশ্য কী?

i. আত্মকেন্দ্রিকতা ত্যাগ

ii. স্বার্থপরতা ত্যাগ

iii. মানবপ্রেমে উদ্ধুদ্ধ হওয়া

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

উত্তর:- ঘ – i, ii ও iii

ষষ্ঠ শ্রেণির বাংলা প্রশ্ন উত্তর

সবাই সুখী হতে চায়। কারণ, সুখ হচ্ছে—

i. আত্মার প্রশান্তি

ii. মনের তৃপ্তি

iii. দৈহিক প্রশান্তি

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

উত্তর:- ঘ. i, ii ও iii

ষষ্ঠ শ্রেণির বাংলা প্রশ্ন উত্তর part 2

‘উচ্চঃস্বর’ শব্দের প্রতিশব্দ কোনটি?

ক. বজ্রকণ্ঠ খ. ক্ষীণকণ্ঠ

গ. স্ফীতস্বর ঘ. অস্পষ্ট স্বর
উত্তর:- ক. বজ্রকণ্ঠ

ষষ্ঠ শ্রেণির বাংলা প্রশ্ন উত্তর 2021

কামিনী রায়ের প্রথম কাব্যগ্রন্থ কোনটি?

ক. নির্মাল্য খ. জীবনপথ

গ. আলো ও ছায়া ঘ. দীপ ও ধূপ

উত্তর:- গ. আলো ও ছায়া

ষষ্ঠ শ্রেণির বাংলা বইয়ের প্রশ্ন উত্তর

পারস্পরিক সহযোগিতা ও ত্যাগের মধ্য দিয়ে কী গড়ে উঠেছে?

ক. পৃথিবী খ. রাষ্ট্র

গ. মানবসমাজ ঘ. মহাদেশ

উত্তর:- গ. মানবসমাজ

৬ষ্ঠ শ্রেণির অ্যাসাইনমেন্ট বাংলা

‘সুখ’ কবিতা পাঠ্যভুক্ত করার উদ্দেশ্য কোনটি?

ক. আত্মকেন্দ্রিক করা

খ. মানবপ্রেমে উদ্ধুদ্ধ করা

গ. স্বার্থপর হওয়া

ঘ. চেতনা জাগ্রত করা

উত্তর:- খ. মানবপ্রেমে উদ্ধুদ্ধ করা

ষষ্ঠ শ্রেণির বার্ষিক পরীক্ষার প্রশ্ন 2021

কবি কামিনী রায় তাঁর ‘সুখ’ কবিতায় কোন বিষয়টি উদ্‌ঘাটন করেছেন?

ক. সুখ লাভের উপায়

খ. সুখের ক্ষেত্র

গ. সুখের চিন্তা

ঘ. সুখের বাসনা

উত্তর:- ক. সুখ লাভের উপায়

মডেল অ্যাক্টিভিটি টাস্ক বাংলা ষষ্ঠ শ্রেণি

‘জগত্তারিণী’ কী?

ক. গল্প গ্রন্থ খ. কাব্য গ্রন্থ

গ. নারীদের সংগঠন ঘ. সম্মাননা পদক

উত্তর:- ঘ. সম্মাননা পদক

ষষ্ঠ শ্রেণির এসাইনমেন্ট উত্তর কৃষি শিক্ষা প্রশ্ন

‘সুখ’ কবিতায় এ ধরা কেমন বলে খেদ প্রকাশ করা হয়েছে?

ক. নিরানন্দময় খ. বিষাদময়

গ. আনন্দময় ঘ. কোলাহলময়

উত্তর:- খ. বিষাদময়

ষষ্ঠ শ্রেণির এসাইনমেন্ট চারু ও কারুকলা প্রশ্ন উত্তর

যুগ যুগ ধরে সাধারণ মানুষ যে সংস্কৃতি লালন করে আসছে, তাকে কী বলা হয়?

ক. উপসংস্কৃতি খ. গ্রামীণ সংস্কৃতি

গ. লোকসংস্কৃতি ঘ. শহুরে সংস্কৃতি

উত্তর:- গ. লোকসংস্কৃতি

ওঁরাও ক্ষুদ্র নৃগোষ্ঠী কোন মাস থেকে বছর গণনা শুরু করে?

ক. ফাল্গুন খ. চৈত্র

গ. বৈশাখ ঘ. মাঘ

উত্তর:- ক. ফাল্গুন

লোকসংস্কৃতির অবস্তুগত উপাদান কোনটি?

ক. লোকগীতি খ. ধাঁধা

গ. সাহিত্য ঘ. খনার বচন

উত্তর:- গ. সাহিত্য

আরো অন্যান্য অতি জনপ্রিয় প্রশ্নোত্তর সম্পর্কে জানার জন্য এখানে ক্লিক করুন 

নবোদয় বিদ্যালয় নির্বাচন পরীক্ষা ক্লাস – বাংলায় পঞ্চম

নবোদয় বিদ্যালয় নির্বাচন পরীক্ষা ক্লাস – বাংলায় পঞ্চম

আপনি কি চাকরি খুজঁছেন, নিয়মিত সরকারিবেসরকারি চাকরির সংবাদ পেতে ক্লিক করুন। বিভিন্ন সরকারি ও বেসরকারি ক্ষেত্রে মানব সম্পদ উন্নয়ন সংক্রান্ত প্রতিবেদন পাড়ার জন্য, ক্লিক করুন। এছাড়াও, স্বাস্থ, টেকনোলজি, বিসনেস নিউস, অর্থনীতি ও আরো অন্যান্য খবর জানার জন্য, ক্লিক করুন

আপনার বন্ধুদের সাথে এই পোস্ট শেয়ার করতে
Exit mobile version