Site icon prosnouttor

রাজা ও তার তিন কন্যা গল্পের প্রশ্নের উত্তর

রাজা ও তার তিন কন্যা গল্পের প্রশ্নের উত্তর
আপনার বন্ধুদের সাথে এই পোস্ট শেয়ার করতে

WBBSE Bangla | Raja O Tar Tin Konna | Question Answer

সূচিপত্র

তৃতীয় শ্রেনির রাজা ও তার তিন কন্যা গল্পের বিষয় সংক্ষেপ

রূপকথার এই গল্পটিতে পিতা ও কন্যার মধ্যে ভালোবাসার কথা বলা হয়েছে। এক রাজা তাঁর তিন কন্যার কাছে জানতে চাইলেন কে তাঁকে কী রকম ভালোবাসে। বড় কন্যা বলল, চিনির মতো। আর মেঝো কন্যা বলল, মিষ্টির মতো ভালোবাসে। ছোট কন্যা বলল, সে রাজাকে নুনের মতো ভালোবাসে। রাজা ভাবলেন ছোট কন্যা বুঝি তাঁকে ভালোবাসে না। তাই তাকে দেওয়া হলো বনবাসের শাস্তি। একসময় নিজের বুদ্ধিমত্তা দিয়ে সে রাজাকে নুনের গুরুত্ব বুঝিয়ে দিল। রাজা বুঝতে পারলেন যে, তাঁর প্রতি ছোট কন্যার ভালোবাসা ছিল সত্যিকারের ভালোবাসা। নিজের ভুল বুঝতে পেরে রাজা ছোট কন্যাকে রাজ্যে ফিরিয়ে আনলেন।

রাজা ও তার তিন কন্যা প্রশ্নের উত্তর

শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি। অর্থ বলি।

জবাব, হাসির রেখা, অস্থির, হুকুম, বনবাসে, অরণ্য, জনপ্রাণী, খেয়াল, উজির, নাজির,
পাইক, বরকন্দাজ, জিরিয়ে, বেজায়, বিস্বাদ।

উত্তর :

ঘরের ভিতরের শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি।

হুকুম, অস্থির, বেজায়, জনপ্রাণী, বরকন্দাজরা, বিস্বাদ, বনবাসে।

উত্তর :

যুক্তবর্ণগুলো চিনে নিই। যুক্তবর্ণ দিয়ে তৈরি করা নতুন শব্দ পড়ি।

রাজা ও তিন কন্যা, রাজা ও তার তিন কন্যা গল্পের প্রশ্নের উত্তর

অনুচ্ছেদটি পড়ে নিচের প্রশ্নগুলোর উত্তর লেখো।

এক ছিল রাজা। তাঁর ছিল তিন কন্যা। একদিন রাজা তাঁর কন্যাদের ডেকে জিজ্ঞেস করলেন এক সহজ প্রশ্ন। কোন মেয়ে তাঁকে কী রকম ভালোবাসে? বড় কন্যা শিমুল। সে-ই জবাব দিল প্রথমে। বলল, বাবা, আমি তোমাকে চিনির মতো ভালোবাসি। রাজা একটু মুচকি হাসলেন। মেজ কন্যা বকুল বলল, বাবা, আমি তোমাকে মধুর মতো ভালোবাসি। রাজার মুখে আবার দেখা গেল হাসির রেখা। তিনি উৎফুল্ল হলেন। ছোট কন্যা পারুল বলল, বাবা, আমি তোমাকে লবণের মতো ভালোবাসি। সঙ্গে সঙ্গে রাজার মুখ হয়ে গেল কালো। তিনি বিমর্ষ হলেন, খুব কষ্ট পেলেন। রানিও শুনে অবাক। এ কেমন কথা! রাজা বেশ অস্থির। ছোট কন্যার ওপর ভীষণ রেগে গেলেন। ডাকলেন উজির, নাজির, সেনাপতিকে। হুকুম দিলেন, ছোট কন্যা পারুলকে বনবাস দাও। গভীর জঙ্গলে ফেলে দিয়ে এসো। রাজার হুকুম বলে কথা। না মেনে উপায় নেই। পরদিন পারুলকে পাঠানো হলো বনবাসে।

কয়েকটি শব্দ এবং শব্দার্থ দেওয়া আছে। উপযুক্ত শব্দটি দিয়ে নিচের বাক্যগুলোর শূন্যস্থান পূরণ করে উত্তরপত্রে লেখো।

শব্দ শব্দার্থ

শূন্যস্থান পূরণ

ক. রাজার কেউ অমান্য করতে পারে না।

খ. তোমাকে এত দেখাচ্ছে কেন?

গ. মেলায় যাওয়ার কথা শুনে শিমুল হয়ে উঠল।

ঘ. চোখে তাকিয়ে আছো কেন?

ঙ. গভীর বাঘ থাকে।

প্রশ্নের উত্তর

ক. রাজার হুকুম কেউ অমান্য করতে পারে না।

খ. তোমাকে এত বিমর্ষ দেখাচ্ছে কেন?

গ. মেলায় যাওয়ার কথা শুনে শিমুল উৎফুল্ল হয়ে উঠল।

ঘ. অবাক চোখে তাকিয়ে আছো কেন?

ঙ. গভীর জঙ্গলে বাঘ থাকে।

আরো অন্যান্য অতি জনপ্রিয় প্রশ্নোত্তর সম্পর্কে জানার জন্য এখানে ক্লিক করুন 

রাজা ও তার তিন কন্যা বড় প্রশ্ন উত্তর

ক. কন্যাদের কাছে রাজার প্রশ্নটা কী ছিল?

উত্তর: কন্যাদের প্রতি রাজার প্রচণ্ড ভালোবাসা ছিল। কন্যারাও রাজাকে খুব ভালোবাসত। তবু রাজা কন্যাদের মুখ থেকে সরাসরি শুনতে চাইলেন কোন কন্যা তাকে কেমন ভালোবাসে। রাজা তার কন্যাদের কাছে ডাকলেন এবং একটা সহজ প্রশ্ন করলেন। রাজার সেই প্রশ্নটা ছিল, কে তাঁকে কী রকম ভালোবাসে?

খ. বকুল কে? রাজার প্রশ্নের উত্তরে বকুল কী বলেছিল এবং উত্তর শুনে রাজার মনের অবস্থা কেমন হয়েছিল? চারটি বাক্যে লেখো।

উত্তর: বকুল হলো রাজার মেজ কন্যা। বড় কন্যার পর রাজা মেজ কন্যা বকুলের কাছে রাজার প্রতি তার ভালোবাসার গভীরতা জানতে চাইল। রাজার প্রশ্নের উত্তরে বকুল বলেছিল, সে তাকে মধুর মতো ভালোবাসে। রাজা খুব খুশি হলেন। হাসিতে ভরে গেল তাঁর মুখ।

গ. রাজা তাঁর ছোট কন্যা পারুলকে বনবাস দিতে হুকুম করলেন কেন? পাঁচটি বাক্যে লেখো।

উত্তর: পারুল হলো রাজার ছোট কন্যা। বড় কন্যা শিমুল আর মেজো কন্যা বকুলের পর রাজা ছোট কন্যা পারুলের ভালোবাসার ধরন জানতে চাইলেন। ছোট কন্যা রাজার প্রশ্নের জবাবে বলেছিল যে সে রাজাকে লবণের মতো ভালোবাসে। এতে রাজা খুব রেগে গেলেন। রেগে গিয়ে রাজা হুকুম দিলেন ছোট কন্যা পারুলকে বনবাস দিতে। গভীর জঙ্গলে ফেলে দিয়ে আসতে।

তৃতীয় শ্রেণির বাংলা pdf

বাংলা ভাষা পরিচয়, ক্লাস ৩

কথা ও কাহিনী প্রকাশনী প্রাইভেট লিমিটেডের বাংলা ভাষা পরিচয়, ক্লাস 3

রাজা ও তার তিন কন্যা গল্পের প্রশ্নের উত্তর

কন্যাদের কাছে রাজার প্রশ্নটা কী ছিল?
উত্তর: কন্যাদের প্রতি রাজার প্রচণ্ড ভালোবাসা ছিল। কন্যারাও রাজাকে খুব ভালোবাসত। তবু রাজা কন্যাদের মুখ থেকে সরাসরি শুনতে চাইলেন কোন কন্যা তাকে কেমন ভালোবাসে। রাজা তার কন্যাদের কাছে ডাকলেন এবং একটা সহজ প্রশ্ন করলেন। রাজার সেই প্রশ্নটা ছিল, কে তাঁকে কী রকম ভালোবাসে

আপনি কি চাকরি খুজঁছেন, নিয়মিত সরকারিবেসরকারি চাকরির সংবাদ পেতে ক্লিক করুন। বিভিন্ন সরকারি ও বেসরকারি ক্ষেত্রে মানব সম্পদ উন্নয়ন সংক্রান্ত প্রতিবেদন পাড়ার জন্য, ক্লিক করুন। এছাড়াও, স্বাস্থ, টেকনোলজি, বিসনেস নিউস, অর্থনীতি ও আরো অন্যান্য খবর জানার জন্য, ক্লিক করুন

আপনার বন্ধুদের সাথে এই পোস্ট শেয়ার করতে
Exit mobile version