Site icon prosnouttor

মডেল অ্যাক্টিভিটি টাস্ক প্রথম শ্রেণীর প্রশ্ন উত্তর

২০২১ সালের এসএসসি পরীক্ষার অ্যাসাইনমেন্ট উত্তর হিসাব বিজ্ঞান
আপনার বন্ধুদের সাথে এই পোস্ট শেয়ার করতে

সূচিপত্র

মডেল অ্যাক্টিভিটি টাস্ক প্রথম শ্রেণীর প্রশ্ন উত্তর Part 1

নীচের পাঠটি পড়াে ও কয়েকটি কথায় লেখাে

রাম বনে ফুল পাড়ে। গায়ে তার লাল শাল। হাতে তার সাজি। জবা ফুল তােলে। বেল ফুল তােলে। বেল ফুল সাদা।

(ক) কার পরনে লাল শাল?

উত্তর – রামের পরনে লাল শাল।

মডেল অ্যাক্টিভিটি টাস্ক প্রথম শ্রেণীর প্রশ্ন উত্তর Part 2

(খ) পাঠটিতে সাদা ও লাল ফুলের নাম কী কী?

উত্তর – সাদা – বেল ফুল, লাল – জবা ফুল

মডেল অ্যাক্টিভিটি টাস্ক প্রথম শ্রেণীর প্রশ্ন উত্তর Part 3

ব্যাঙের কটি পা লেখাে

উত্তর – ব্যাঙের চার টি পা

মডেল অ্যাক্টিভিটি টাস্ক প্রথম শ্রেণীর প্রশ্ন উত্তর Part 4

ঠিক কথাগুলাে বেছে নিয়ে ‘✔’ দাও :

(ক) আমরা খাওয়ার সময় খেয়াল করবাে যাতে __সােজা থাকে

(i) হাত

(ii) পা

(iii) মেরুদণ্ড

(iv) মাথা

উত্তর: (iii) মেরুদণ্ড

মডেল অ্যাক্টিভিটি টাস্ক প্রথম শ্রেণীর প্রশ্ন উত্তর part 5

(খ) সময় নিয়ে ঠিকমতাে__খাবার খেতে হবে।

(i) গিলে

(ii) চিবিয়ে

(iii) নাক চেপে

(iv) জল দিয়ে

উত্তর: (ii) চিবিয়ে

মডেল অ্যাক্টিভিটি টাস্ক প্রথম শ্রেণীর প্রশ্ন উত্তর part 6

যে যে ক্ষেত্রে সাবান দিয়ে হাত ধুতে হবে তার পাশে ‘✔‘ দাও।

খাওয়ার আগে ও পরে

উত্তর: ✔

বাইরে থেকে বাড়ি ফিরে

উত্তর: ✔

মডেল অ্যাক্টিভিটি টাস্ক প্রথম শ্রেণীর প্রশ্ন উত্তর part 7

রােগীর ঘরে যাওয়ার আগে ও পরে

উত্তর: ✔

মল ত্যাগের পরে

উত্তর: ✔

মডেল অ্যাক্টিভিটি টাস্ক প্রথম শ্রেণীর প্রশ্ন উত্তর part 8

হাত ময়লা মনে হলে

উত্তর: ✔

রান্না করবার আগে

উত্তর: ✔

খবরের কাগজ পড়ার আগে

উত্তর: X

মডেল অ্যাক্টিভিটি টাস্ক প্রথম শ্রেণীর সংযোগ স্থাপনে সক্ষমতা

পাখীদের নাম লেখাে :

উত্তর:

কী করেপাখীর নাম
বাড়ীর ঘুলঘুলিতে বাসা করে। ফুরুৎ করে উড়ে যায়।চড়ুইপাখি
ঝাড়ুদার পাখী বলে লােকে চেনে।কাক
গাছের গুঁড়ির ভেতরে খাবার খোঁজে, ঠোট দিয়েখুঁড়িতে ঠকঠক করে ঠোকে।কাঠঠোকরা

সমাধান করাে :

একটা গাছে ৫টা পাখী বসে ছিল। একটু পরে আরও ৪টে পাখী এসে বসল। এখন মোট কয়টা পাখী গাছে বসে আছে?

উত্তর: মোট ৯ টি পাখি বসে আছে.

নদীর তীরে ৭ জন লোক দাঁড়িয়েছিল। একটা নৌকা এল। নৌকোতে ৩ জন ছিল। তাহলে মোট কতজন লোক হল?

উত্তর: মোট ১০ জন লোক হলো.

খোপগুলি থেকে লেখা নিয়ে মানে বুঝো পাশাপাশি বসাও :

তাল  ফলখাও
আমি  আম  ধুপধাপ  
বাড়ি  পড়ে  খাই  
তুমিফেরো  চটপট  

উত্তর: 

ভুল অংশগুলি ঠিক করে লেখ :

গাছটা শনশন করে পড়ে গেল।

উত্তর: গাছটা মড়মড় করে পড়ে গেল।

আকাশ থেকে মড়মড় করে জল পড়তে লাগল।

উত্তর: আকাশ থেকে টুপটাপ করে জল পড়তে লাগল।

সাজিয়ে লেখো :

ক) থিঅতি

উত্তর: অতিথি

খ) জআনা

উত্তর: আনাজ

আরো অন্যান্য অতি জনপ্রিয় প্রশ্নোত্তর সম্পর্কে জানার জন্য এখানে ক্লিক করুন 

পথ বিচিত্র ক্লাস ১ বি অম্রিত প্রকাশন

পথ বিচিত্র ক্লাস ১ বি অম্রিত প্রকাশন


মডেল অ্যাক্টিভিটি টাস্ক প্রথম শ্রেণীর প্রশ্ন উত্তর

ব্যাঙের কটি পা লেখাে
উত্তর – ব্যাঙের চার টি পা

আপনি কি চাকরি খুজঁছেন, নিয়মিত সরকারিবেসরকারি চাকরির সংবাদ পেতে ক্লিক করুন। বিভিন্ন সরকারি ও বেসরকারি ক্ষেত্রে মানব সম্পদ উন্নয়ন সংক্রান্ত প্রতিবেদন পাড়ার জন্য, ক্লিক করুন। এছাড়াও, স্বাস্থ, টেকনোলজি, বিসনেস নিউস, অর্থনীতি ও আরো অন্যান্য খবর জানার জন্য, ক্লিক করুন

আপনার বন্ধুদের সাথে এই পোস্ট শেয়ার করতে
Exit mobile version