Site icon prosnouttor

আমাদের সম্পর্কে

প্রশ্ন কি

যখন কেউ কোন কিছু বা বিষয় সম্পর্কে জানতে আগ্রহী হয় এবং সেই বিষয় সম্পর্কে অন্যের কাছে জিজ্ঞাসা করে লিখিত অথবা মৌখিক ভাবে, তখন সেই জিজ্ঞাসাকে “প্রশ্ন” বলা হয়। সাধারনত প্রশ্ন বলতে কোন জিজ্ঞাসু বাক্যকেই বোঝানো হয়।

প্রশ্নের ভালো দিক

সকল প্রশ্ন নতুন কিছুকে জানতে আগ্র প্রকাশ করে এবং উত্তর নতুন কিছু সেখায়  

আমাদের উদ্দেশ্য

প্রশ্নউত্তর একটা পদক্ষেপ আমাদের পাঠক গণের জন্য, বর্তমান শিক্ষা পর্যতের পাঠক্রম ও পাঠ্যসূচি অনুযায়ী সংশ্লিথো বিষয় ভিত্বিক প্রশ্ন ও তার যথাযত উত্তর সমাধান প্রদান করা ।

প্রশ্ন এবং উত্তর সংক্রান্ত ত্রুটি

প্রশ্নউত্তর এর প্রয়াস সকল প্রশ্ন এবং উত্তর সঠিক ভাবে প্রদান করা আমাদের পাঠক গণের কাছে, কিন্তু প্রযোক্তিগত ত্রুটিকে জন্য কিছুক্ষেত্র হয়তো কোন প্রশ্ন বা উত্তর এর বানান ও পরিসীমা যথাযত নাও হতে পারে। আমাদের আবেদন, দয়াকরে আমাদের ইমেইল ID তে, আপনাদের অভিমত জানান। আমরা আমাদের সাধ্য অনুযায়ী, দ্রুত সঠিক ধারার প্রচেষ্টা করব।

আমরা কারা

বিগত কয়েক বছরে পড়াশুনা দ্রুত অনলাইন এ রূপান্তরিত হয়েছে কিন্তু আমাদের নিজ ভাষায় সেই অর্থে প্রশ্নোত্তর সমাধান অনলিনে এ বর্তমানে যথেষ্ট পরিমানে নেই।  এতে আমাদের ছাত্র বন্ধুদের অনেক অসুবিধে হচ্ছে।  

এর সমাধান হিসাবে আমরা কিছু সমমানুষিকতা সম্পন্ন মানুষ, উন্নত শিক্ষকের সাহায্যে, বাংলা বর্তমান শিক্ষা পর্যতের পাঠক্রম ও পাঠ্যসূচি অনুযায়ী সংশ্লিথো বিষয় ভিত্বিক প্রশ্ন ও তার যথাযত উত্তর সমাধান প্রদান করা প্রচেষ্টা, এই ওয়েবসাইট এর মাধ্যমে করছি।   

আমরা আশাকরি ছাত্রবন্ধু এবং অবিভাবকদের কাছে, আপনাদের মূল্যবান মতামত, আমাদের প্রকাশিত প্রশ্নোত্তর এর নিচে, জানাবে।  

প্রশ্নোত্তর টীম এর পক্ষথেকে, সকলকে ধন্নবাদ, আমাদেরকে আপনারা পছন্দ করার জন্য। আমাদের সকল প্রচেষ্টা আমাদের ছাত্রবন্ধু দের জন্য। আশাকরি আপনাদের মুল্লবান মতামতের মাধ্যমে, আমরা আরো ভালোভালো বিষয় ভিত্তিক আলোচনা এবং তার প্রশ্নোত্তর এই ওয়েবসাইট প্রকাশিত করতে থাকবো।

Exit mobile version